Ajker Patrika

চবি অধ্যাপক ড. রফিকুল আলম মারা গেছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চবি অধ্যাপক ড. রফিকুল আলম মারা গেছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল আলম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

আজ সোমবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ। 

তিনি বলেন, ‘অধ্যাপক ড. এস এম রফিকুল আলম রোববার রাতে স্ট্রোক করেন। আজ সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তিনি মারা যান।’ 

অধ্যাপক নেয়ামত বলেন, ‘রোববার তিনি পরীক্ষার হলে দায়িত্ব পালন করেছেন। হাসি খুশিভাবে সবার সাথে কথা বলেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ 

অধ্যাপক ড. এস এম রফিকুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ গ্রামে। তিনি ১৯৯৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি আরবি বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

ড. এস এম রফিকুল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আরবি বিভাগের শিক্ষকেরা। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত