Ajker Patrika

সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে কমনওয়েলথ প্রতিনিধিদল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪: ০৭
সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে কমনওয়েলথ প্রতিনিধিদল

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শন করেছে কমনওয়েলথের প্রতিনিধিদল। টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি নামে কমনওয়েলথের প্রতিনিধিদলের দুই সদস্য আজ রোববার সকালে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তাঁরা পৌর সদরের সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

রোববার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর আগে ডিগ্রি কলেজ কেন্দ্রে উপস্থিত প্রতিনিধিদলের সদস্যদের ভোটকেন্দ্র ঘুরিয়ে দেখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কে এম রফিকুল ইসলাম। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে এই কেন্দ্রে অবস্থান নেন তাঁরা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোটদান পদ্ধতির বিস্তারিত তথ্য-উপাত্ত তাঁদের সামনে উপস্থাপন করেন। 

পরে প্রতিনিধিদলটি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে যায়, সেখানেও এক ঘণ্টার মতো অবস্থান করে। তবে পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তাঁরা। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, কমনওয়েলথের প্রতিনিধিদলের সদস্যরা পরিদর্শনকালে ভোটদান পদ্ধতি এবং ভোটারদের সঙ্গে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত