Ajker Patrika

সীতাকুণ্ডে পাহাড়ে পথ হারিয়ে ফেলা ৩ পর্যটক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডে পাহাড়ে পথ হারিয়ে ফেলা ৩ পর্যটক উদ্ধার

সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলা তিন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার দুপুরে সীতাকুণ্ড থেকে তাঁদের উদ্ধার করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। 

উদ্ধারকৃত পর্যটকেরা হলেন নোয়াখালী শাখার সোনালী ব্যাংক কর্মকর্তা জামাল উদ্দিন (৩৪), সঞ্জয় বণিক (৩৫) ও মো. আলাউদ্দিন (৩৬)। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, গতকাল সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে বেড়াতে যান নোয়াখালী থেকে আগত সোনালি ব্যাংকের তিন কর্মকর্তা। তারা বিভিন্ন স্থানে বেড়ানোর একপর্যায়ে পথ হারিয়ে ফেলেন। বের হওয়ার পথ খুঁজে না পেয়ে দুপুরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে কল করেন এবং তাদের উদ্ধার করার কথা জানান। 

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জনাব মো. নূরুল আলম দুলাল বলেন, ‘খবর পেয়ে আমরা সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনে যাই, প্রথমে গুগল ম্যাপের মাধ্যমে তাদের লোকেশন ট্র্যাকিং করি। মোবাইলের ফোনের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতে থাকি এবং তাদের বের হওয়ার পথের নির্দেশনা দেই। 

‘এদিকে আমরা সাইরেন বাজাতে থাকি। ফোনে তাদের বলি আমাদের সাইরেন শুনতে পান কি না যদি শুনতে পান তাহলে সাইরেনের শব্দের দিকে এগোতে থাকুন। এভাবে আমরা তাঁদের উদ্ধার করি এবং হোটেলে পৌঁছে দেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত