Ajker Patrika

মানিকছড়িতে ৮ দেশের রাষ্ট্রদূতের কৃষিপণ্য সংগ্রহকেন্দ্র পরিদর্শন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
মানিকছড়িতে ৮ দেশের রাষ্ট্রদূতের কৃষিপণ্য সংগ্রহকেন্দ্র পরিদর্শন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেছেন উন্নয়ন সহযোগী আট দেশের রাষ্ট্রদূত। পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে থাকা জনপদের জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে অংশ হিসেবে তাঁরা পরিদর্শন করেন।

আজ রোববার সকাল ১০টায় ইউএন আবাসিক সমন্বয়ক এম এস গেইন লুইসের নেতৃত্বে এই প্রতিনিধি দল উপজেলার তিনটহরী বাজারের কৃষি পণ্য সংগ্রহ পরিদর্শন করেন।

এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার, ইউএনএফপিএর প্রতিনিধি এম এস ক্রিস্টিন ব্লোখোশ, এফএও প্রতিনিধি এম এস রবার্ট সিম্পসন, ইউনিসেফ প্রতিনিধি মিস্টার শেলডন ইয়েট, ব্রিটিশ হাইকমিশনার এইচ ই মিস্টার রবার্ট শাটার ডিসকন, নরওয়ে অ্যাম্বাসেডর এইচ ই এস্পেন রিক্টার ও ইউএন রিচ অফিসের শান্তি ও উন্নয়ন গবেষক এমএস ফ্লাভি বারটলি প্রমুখ উপস্থিত ছিলেন।

উন্নয়ন সহযোগী রাষ্ট্রদূতেরা জলবায়ু, পরিবেশ, কৃষি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এবং কৃষিপণ্য সহজে বাজারজাতকরণে সংগ্রহ কেন্দ্রের উপকারিতা সম্পর্কে সুবিধাভোগীদের মতামত জানতে চান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত