দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
বিএনপি নেতার সঙ্গে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতার কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে নিজ দলের বিরুদ্ধেই আওয়ামী লীগ নেতাকে বিষোদ্গার করতে শোনা যাচ্ছে। সেই সঙ্গে বিএনপিকে শক্ত বিরোধী দল হিসেবে সক্রিয় হওয়ারও তাগিদ দেন তিনি।
কথোপকথনটি দেবিদ্বার উপজেলা পরিষদের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বলে জানা গেছে।
গতকাল সোমবার রাতে ফেসবুকে ফাঁস হওয়া ওই কথোপকথনের রেকর্ডে রোশন আলী মাস্টারকে বলতে শোনা যায়, ‘যারা নৌকা করে, সব রাজাকারের বাচ্চা। কী করবেন, যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। আপনারা বিরোধী দল (বিএনপি) শক্ত না, মামলা-হামলার ভয়ে আপনারা মাঠে নামেন না, একচেটিয়া কি একটা দেশ চলে? বিরোধী দল সব সময় স্ট্রং থাকতে হয়, আপনারা (বিএনপি) যদি সুযোগ দেন, তাহলে তো অপকর্ম হবেই। যা ইচ্ছা তাই হবে, দেশের এই অধঃপতনের জন্য দায়ী হলো আপনাদের বিরোধী দল।’
দেবীদ্বারে বিএনপিকে সক্রিয় হয়ে উঠতে প্রেরণা দিতে তিনি বলেন, ‘আপনারা দেবীদ্বারে কই? কোনো বিএনপি নেতা মাঠে বের হতে পেরেছে? মাঠে নেমে মিছিল-মিটিং করেন, আমি আপনাদের সুযোগ করে দেই অসুবিধা কী? আমি মঞ্জু (বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি) ভাইকে বলেছি—দেশে যান, আন্দোলন করেন, তাহলে বুঝব আপনারা রাজনীতি করেন। আপনারা তো সময় হলে একটু ই করেন, এগুলো করলে হবে না, রাজনীতি করতে হলে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দিতে হলে আন্দোলন-সংগ্রাম করতে হবে।’
গতকাল সোমবার মধ্যরাতে দুই দলের দুই নেতার চাঞ্চল্যকর এই কথোপকথনের অডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে কুমিল্লা উত্তর জেলাসহ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলের এত বড় পদে থেকে একজন বিএনপি নেতার সঙ্গে কীভাবে দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। দলের নেতাকর্মীরা অবিলম্বে রোশন আলী মাস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অডিও ফাঁসের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘আমার খণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে, পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশিত হলে বাস্তব চিত্রটা উঠে আসত।’ দেবীদ্বারে বিগত উপজেলা নির্বাচনে যারা মুজিবকোট পরে ধানের শীষে ভোট কেটেছে, তিনি মূলত তাঁদের বিরুদ্ধে কথা বলেছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন বলেন, ‘রোশন আলী মাস্টারের ভাইরাল হওয়া অডিও শুনে আমি নিজেই হতবাক; ওনার মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আপত্তিকর কথা শুনে খুব কষ্ট পেয়েছি। একজন সিনিয়র নেতার পক্ষে এ ধরনের কথাবার্তা বলা মোটেও সমীচীন নয়।’
বিএনপি নেতার সঙ্গে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতার কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে নিজ দলের বিরুদ্ধেই আওয়ামী লীগ নেতাকে বিষোদ্গার করতে শোনা যাচ্ছে। সেই সঙ্গে বিএনপিকে শক্ত বিরোধী দল হিসেবে সক্রিয় হওয়ারও তাগিদ দেন তিনি।
কথোপকথনটি দেবিদ্বার উপজেলা পরিষদের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বলে জানা গেছে।
গতকাল সোমবার রাতে ফেসবুকে ফাঁস হওয়া ওই কথোপকথনের রেকর্ডে রোশন আলী মাস্টারকে বলতে শোনা যায়, ‘যারা নৌকা করে, সব রাজাকারের বাচ্চা। কী করবেন, যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। আপনারা বিরোধী দল (বিএনপি) শক্ত না, মামলা-হামলার ভয়ে আপনারা মাঠে নামেন না, একচেটিয়া কি একটা দেশ চলে? বিরোধী দল সব সময় স্ট্রং থাকতে হয়, আপনারা (বিএনপি) যদি সুযোগ দেন, তাহলে তো অপকর্ম হবেই। যা ইচ্ছা তাই হবে, দেশের এই অধঃপতনের জন্য দায়ী হলো আপনাদের বিরোধী দল।’
দেবীদ্বারে বিএনপিকে সক্রিয় হয়ে উঠতে প্রেরণা দিতে তিনি বলেন, ‘আপনারা দেবীদ্বারে কই? কোনো বিএনপি নেতা মাঠে বের হতে পেরেছে? মাঠে নেমে মিছিল-মিটিং করেন, আমি আপনাদের সুযোগ করে দেই অসুবিধা কী? আমি মঞ্জু (বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি) ভাইকে বলেছি—দেশে যান, আন্দোলন করেন, তাহলে বুঝব আপনারা রাজনীতি করেন। আপনারা তো সময় হলে একটু ই করেন, এগুলো করলে হবে না, রাজনীতি করতে হলে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দিতে হলে আন্দোলন-সংগ্রাম করতে হবে।’
গতকাল সোমবার মধ্যরাতে দুই দলের দুই নেতার চাঞ্চল্যকর এই কথোপকথনের অডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে কুমিল্লা উত্তর জেলাসহ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলের এত বড় পদে থেকে একজন বিএনপি নেতার সঙ্গে কীভাবে দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। দলের নেতাকর্মীরা অবিলম্বে রোশন আলী মাস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অডিও ফাঁসের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘আমার খণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে, পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশিত হলে বাস্তব চিত্রটা উঠে আসত।’ দেবীদ্বারে বিগত উপজেলা নির্বাচনে যারা মুজিবকোট পরে ধানের শীষে ভোট কেটেছে, তিনি মূলত তাঁদের বিরুদ্ধে কথা বলেছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন বলেন, ‘রোশন আলী মাস্টারের ভাইরাল হওয়া অডিও শুনে আমি নিজেই হতবাক; ওনার মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আপত্তিকর কথা শুনে খুব কষ্ট পেয়েছি। একজন সিনিয়র নেতার পক্ষে এ ধরনের কথাবার্তা বলা মোটেও সমীচীন নয়।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে