Ajker Patrika

বৈরী আবহাওয়ায় সাগরে আটকা শতাধিক ট্রলার, কক্সবাজারে ডুবে জেলে নিহত

কক্সবাজার প্রতিনিধি
বৈরী আবহাওয়ায় সাগরে আটকা শতাধিক ট্রলার, কক্সবাজারে ডুবে জেলে নিহত

বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের লাবণী পয়েন্টে ‘এফবি রশিদা’ নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারটিতে থাকা ১৯ মাঝি-মাল্লা সাগরতীরে উঠে আসেন। তীরে ফেরা মোহাস্মদ জামাল (৩৭) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত জেলে জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গোপসাগরের লাবণী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারটি ভেসে গিয়ে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসে। 

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন। 

এফবি রশিদার জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে লাবণী চ্যানেল আসার পর ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাদের ট্রলারটি। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। 

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেলের দিকে সাগর থেকে ফেরার পথে ইনানী পয়েন্টে ৫টি ও কক্সবাজার সৈকতের পশ্চিমের পয়েন্টে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সব ট্রলারের মাঝিরা সাঁতার কেটে অন্য ট্রলার কিংবা কূলে উঠে আসতে সক্ষম হয়েছে। 

দেলোয়ার হোসেন জানান, সাগর থেকে এখনো শতাধিক ট্রলার ঘাটে ফিরে আসেনি। এসব ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। আবহাওয়া অফিসের সতর্কতা জারির আগে এসব ট্রলার মাছ ধরতে সাগরে যায়। কিন্তু সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারির পর তারা ট্রলারগুলোকে ফিরে আসার নির্দেশনা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত