চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে চার শতাধিক যাত্রীবাহী লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে দ্রুত লঞ্চটি তীরে ভেড়ানো হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে মাঝের চর এলাকায় মেঘনা নদীতে কর্ণফুলী-৩ নামের একটি লঞ্চে এ ঘটনা ঘটে। লঞ্চটি চার শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
এ বিষয়ে হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেয়। লঞ্চে চার শতাধিক যাত্রী ছিল। নৌ-পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কর্ণফুলী লঞ্চ কোম্পানির আরেকটি লঞ্চে ইতিমধ্যে প্রায় অর্ধেক যাত্রী উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে।’
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩-এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেওয়া হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কর্ণফুলী-৪ লঞ্চের মাস্টার মোবারক হোসেন আমাকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।’
এদিকে ঘটনা জানতে পেরে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে চার শতাধিক যাত্রীবাহী লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে দ্রুত লঞ্চটি তীরে ভেড়ানো হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে মাঝের চর এলাকায় মেঘনা নদীতে কর্ণফুলী-৩ নামের একটি লঞ্চে এ ঘটনা ঘটে। লঞ্চটি চার শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
এ বিষয়ে হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেয়। লঞ্চে চার শতাধিক যাত্রী ছিল। নৌ-পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কর্ণফুলী লঞ্চ কোম্পানির আরেকটি লঞ্চে ইতিমধ্যে প্রায় অর্ধেক যাত্রী উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে।’
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩-এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেওয়া হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কর্ণফুলী-৪ লঞ্চের মাস্টার মোবারক হোসেন আমাকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।’
এদিকে ঘটনা জানতে পেরে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৩ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৩৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
৪১ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে