প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ সুপারের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. নোমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের একটি টিম উপজেলার চুনতি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সিম ও মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নোমান (২০) উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দুর্লভের পাড়ার আবদুল কুদ্দুসের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের নাম ও ছবি ব্যবহার করে গউ অতঅউ অতঅউ নামে একটি ফেইক ফেসবুক আইডি খুলে মো. নোমান। উক্ত আইডিতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচ এসসি পাস চেয়ে ১৮ বছর বয়সী একজন কম্পিউটার অপারেটর লাগবে বলে পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্ট পেয়ে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়ার রুদ্র পাড়ার অপু রুদ্রের ছেলে অসীম রুদ্র সেই পোস্টে যোগাযোগ করলে নোমান নিজেকে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দেয়। চাকরি নিশ্চিত করতে নোমানের দেওয়া বিকাশ নম্বরে ৫ হাজার ৫৭৫ টাকা পাঠাতে বলে।
টাকা পাঠাতে বেশি চাপ প্রয়োগ করলে অসীম রুদ্র বিষয়টি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকুকে অবহিত করেন। বিষয়টি নিয়ে সাতকানিয়া সার্কেলের পুলিশ সুপার, ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বললে উক্ত নামে তাঁর কোনো ফেসবুক আইডি নেই বলে জানান।
এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু জানান, প্রতারক নোমান ভোলার অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ দাবি করেছে। এমনকি মেয়েদের ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকেও অর্থ দাবি করেছে এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি করেছে বলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেইন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কয়েক দিন পূর্বে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজাদের নামে বড় হাতিয়ার নোমান নামের এক যুবক একটি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে। চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা করার দায়ে অসীম রুদ্র বাদী হয়ে নোমানকে আসামি করে লোহাগাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। গ্রেপ্তারকৃত নোমানকে বুধবার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ সুপারের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. নোমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের একটি টিম উপজেলার চুনতি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সিম ও মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নোমান (২০) উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দুর্লভের পাড়ার আবদুল কুদ্দুসের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের নাম ও ছবি ব্যবহার করে গউ অতঅউ অতঅউ নামে একটি ফেইক ফেসবুক আইডি খুলে মো. নোমান। উক্ত আইডিতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচ এসসি পাস চেয়ে ১৮ বছর বয়সী একজন কম্পিউটার অপারেটর লাগবে বলে পোস্ট দেন তিনি। ফেসবুক পোস্ট পেয়ে লোহাগাড়া উপজেলার বড় হাতিয়ার রুদ্র পাড়ার অপু রুদ্রের ছেলে অসীম রুদ্র সেই পোস্টে যোগাযোগ করলে নোমান নিজেকে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দেয়। চাকরি নিশ্চিত করতে নোমানের দেওয়া বিকাশ নম্বরে ৫ হাজার ৫৭৫ টাকা পাঠাতে বলে।
টাকা পাঠাতে বেশি চাপ প্রয়োগ করলে অসীম রুদ্র বিষয়টি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকুকে অবহিত করেন। বিষয়টি নিয়ে সাতকানিয়া সার্কেলের পুলিশ সুপার, ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বললে উক্ত নামে তাঁর কোনো ফেসবুক আইডি নেই বলে জানান।
এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু জানান, প্রতারক নোমান ভোলার অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ দাবি করেছে। এমনকি মেয়েদের ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকেও অর্থ দাবি করেছে এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি করেছে বলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেইন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কয়েক দিন পূর্বে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজাদের নামে বড় হাতিয়ার নোমান নামের এক যুবক একটি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে। চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা করার দায়ে অসীম রুদ্র বাদী হয়ে নোমানকে আসামি করে লোহাগাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। গ্রেপ্তারকৃত নোমানকে বুধবার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
৮ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
৯ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৭ মিনিট আগে