Ajker Patrika

সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মুগ্ধ স্বাস্থ্যমন্ত্রী, দিলেন প্রতিশ্রুতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে মুগ্ধ স্বাস্থ্যমন্ত্রী, দিলেন প্রতিশ্রুতি

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এক শ শয্যায় উন্নীত করা হবে। সেই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনটি ভেঙে সহসাই নির্মাণ করা হবে নতুন আধুনিক ভবন। 

আজ শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। 

স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি একেবারেই গোছানো ও পরিপাটি। যা দেখে আমি মুগ্ধ ও বিমোহিত হয়েছি।’ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে এক শ শয্যায় উন্নীত করার কার্যক্রম সহসাই বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি। 

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী নিজের রক্তের নমুনা দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করান। পরে হাসপাতালের চলমান সেবার মান অব্যাহত রাখতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য এস এম আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘আমায় প্রয়াত পিতা এবি এম আবুল কাসেম মাস্টারের প্রচেষ্টায় ২০১১ সালে স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০ শয্যা থেকে ৫০ শয্যার উন্নীত করা হয়। ওনার স্বপ্ন ছিল এটিকে ১০০ শয্যার উন্নীত করার। 

তাঁর অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়িত করতে স্বাস্থ্য কমপ্লেক্সকে এক শ শয্যার উন্নীত করণে আমি মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছি। পাশাপাশি পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি আমার দাবির প্রতি সমর্থন জানিয়ে সহসাই তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেছেন।’ 

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ এস এম আল মামুন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিচালক (প্রশাসন) শামিউল ইসলাম, সিডিসি লাইন ডাইরেক্টর মো. নাজমুল ইসলাম মুন্না, বিভাগীয় (চট্টগ্রাম) পরিচালক মহিউদ্দিন, সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত