হিমেল চাকমা, রাঙামাটি
ফলটি বড় কোনো গাছে পরগাছা হিসেবে লতায় ধরে। পাকলে সিঁদুরের রঙের মতো হয়। খাওয়ার পরও যেন হাতে-ঠোঁটে রং লেগে থাকে। বলা হচ্ছে, পাহাড়ি বুনো ফল রসকোর কথা। সুস্বাদু এই ফলের কদর পার্বত্য ছাড়াও অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
রসকো ফলচাষিরা জানান, ফলটি বাজারে আকার ভেদে কেজিতে ২০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগে এই ফল প্রতিকেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতো। এক টাকায় অনেক ক্রেতা ১০ থেকে ২০টি করে রসকো ফল কিনতে পারতেন।
রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের মৌনতলা এলাকার লক্ষ্মী কুমার চাকমার (৫৫) একটি রসকো লতা আছে। ১৫ বছর ধরে তাঁর লতাটি ফলন দিচ্ছে। এ বছর তিনি ৭০ হাজার টাকার রসকো বিক্রির আশা করছেন। এই লতা চাষ বাড়ানোর জন্য তিনি আরও একাধিক রসকো লতা রোপণ করেছেন।
প্রাকৃতিক বনের বড় গাছে রসকো লতা বেড়ে ওঠে বলে জানিয়ে লক্ষ্মী কুমার বলেন, ‘ফলটি চাষ করতে হলে বড় গাছ লাগবে। যে গাছের স্থায়ীত্ব অনেক বছর। সাধারণত আম গাছে এই লতা ভালোভাবে বেড়ে ওঠে। বড় গাছের কোনো ক্ষতি না করে বছরের পর বছর বেঁচে থাকে লতাটি।’
পার্বত্য অঞ্চল কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল বলেন, ‘রসকো নিয়ে এখনো কোনো গবেষণা হয়নি। তবে এই ফলে ভিটামিন সি ও আয়রন উপাদান থাকতে পারে। ফলটিতে টক-মিষ্টি স্বাদ রয়েছে। ফলটি পাকলে ফলের গায়ের রং সিঁদুরের মতো হয়। আঙুরের মতো দেখতে ফলটির লতায় নভেম্বর-ডিসেম্বর মাসে ফুল ফোটে। এটি পাকে এপ্রিল-মে মাসে। যে কারওরই ফলটি আকর্ষণ করে।’
পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া রসকোর চাষের উপযোগী। তাই এটি বাণিজ্যিক চাষে কৃষকেরা লাভবান হতে পারেন বলে মনে করেন তপন কুমার।
জেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, জেলা কৃষি বিভাগের প্রচলিত ফলের তালিকায় রসকো ফলের নাম নেই।
ফলটি বড় কোনো গাছে পরগাছা হিসেবে লতায় ধরে। পাকলে সিঁদুরের রঙের মতো হয়। খাওয়ার পরও যেন হাতে-ঠোঁটে রং লেগে থাকে। বলা হচ্ছে, পাহাড়ি বুনো ফল রসকোর কথা। সুস্বাদু এই ফলের কদর পার্বত্য ছাড়াও অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
রসকো ফলচাষিরা জানান, ফলটি বাজারে আকার ভেদে কেজিতে ২০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগে এই ফল প্রতিকেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতো। এক টাকায় অনেক ক্রেতা ১০ থেকে ২০টি করে রসকো ফল কিনতে পারতেন।
রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের মৌনতলা এলাকার লক্ষ্মী কুমার চাকমার (৫৫) একটি রসকো লতা আছে। ১৫ বছর ধরে তাঁর লতাটি ফলন দিচ্ছে। এ বছর তিনি ৭০ হাজার টাকার রসকো বিক্রির আশা করছেন। এই লতা চাষ বাড়ানোর জন্য তিনি আরও একাধিক রসকো লতা রোপণ করেছেন।
প্রাকৃতিক বনের বড় গাছে রসকো লতা বেড়ে ওঠে বলে জানিয়ে লক্ষ্মী কুমার বলেন, ‘ফলটি চাষ করতে হলে বড় গাছ লাগবে। যে গাছের স্থায়ীত্ব অনেক বছর। সাধারণত আম গাছে এই লতা ভালোভাবে বেড়ে ওঠে। বড় গাছের কোনো ক্ষতি না করে বছরের পর বছর বেঁচে থাকে লতাটি।’
পার্বত্য অঞ্চল কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল বলেন, ‘রসকো নিয়ে এখনো কোনো গবেষণা হয়নি। তবে এই ফলে ভিটামিন সি ও আয়রন উপাদান থাকতে পারে। ফলটিতে টক-মিষ্টি স্বাদ রয়েছে। ফলটি পাকলে ফলের গায়ের রং সিঁদুরের মতো হয়। আঙুরের মতো দেখতে ফলটির লতায় নভেম্বর-ডিসেম্বর মাসে ফুল ফোটে। এটি পাকে এপ্রিল-মে মাসে। যে কারওরই ফলটি আকর্ষণ করে।’
পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া রসকোর চাষের উপযোগী। তাই এটি বাণিজ্যিক চাষে কৃষকেরা লাভবান হতে পারেন বলে মনে করেন তপন কুমার।
জেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, জেলা কৃষি বিভাগের প্রচলিত ফলের তালিকায় রসকো ফলের নাম নেই।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৩২ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে