Ajker Patrika

ঘুমধুমে মিয়ানমারের বিজিপির সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময় 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৯: ২৪
ঘুমধুমে মিয়ানমারের বিজিপির সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময় 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। আজ মঙ্গলবার ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে এ শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সব পর্যায়ের অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি চৈত্রসংক্রান্তি, পয়লা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের শুভেচ্ছা উপহার দেন এবং তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। 

এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নম্বর (২) এর অধিনায়ক লে কর্নেল ক্যাও নাইং সে, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়কসহ বিজিবি ও বিজিপির অফিসাররা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক ১০ ও ১১ এপ্রিল কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দপ্তর, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), শাহপরীর দ্বীপ বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত