Ajker Patrika

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবনের এক তলার ছাদ থেকে পড়ে মো. মহসিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মহালংকা এলাকার জিয়াবুলের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মহসিন ওই এলাকার আবুল হাশেমের ছেলে। বিষয়টির নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত মহসিনের সহকর্মী মিজান বলেন, দুপুরে তারা দুজনে নির্মাণাধীন ভবনের একতলার ছাদে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে ছাদের ওপর থেকে নিচে পড়ে যায় মহসিন। দুর্ঘটনা পরবর্তীতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ভবনের ছাদ থেকে পড়ে আহত শ্রমিককে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘ভবন থেকে পড়ে নিহত শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত