চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে লাঠির আঘাতে আহত কলেজছাত্র ১৬ দিন পর মারা গেছেন। আজ শনিবার ভোররাত ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ২২ নভেম্বর রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ডিককুলপাড়ায় হামলার স্বীকার হন তিনি।
নিহত কলেজছাত্রের নাম আইয়ুব উদ্দীন (২৪)। তিনি ওই ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের আনোয়ার হোছাইনের ছেলে। আইয়ুব ডুলাহাজারা ডিগ্রি কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করেছেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া।
চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয়রা বলছেন, ২২ নভেম্বর কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্ধুদের নিয়ে সমিতি সংক্রান্ত কথাবার্তা বলছিলেন। এ সময় মোবাইল ফোনে কল দিয়ে আইয়ুবকে ইউনিয়নের ডিককুলপাড়ায় ডাকেন ওয়াহিদ নামের এক যুবক। আইয়ুব, আরাফাত ও আব্দুর রহমানসহ ৫ জন যুবক সেখানে যায়।
সেখানে আগে থেকেই ওত পেতে থাকা মিনার ও জসিমের নেতৃত্বে আরও ৬-৭ জন যুবক আইয়ুবকে ঘিরে ফেলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে মাথায় লাঠির আঘাতে আইয়ুব গুরুতর আহত হয়। তাঁকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা আব্দুর রহমান (২৩) ও মো. আরাফাত (২৪) আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
আইয়ুবের বাবা আনোয়ার হোছাইন (৬৯) কান্নাজনিত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেকে মিনার, জসিম ও ওয়াহিদসহ আরও কয়েকজন ফোন করে ডেকে নিয়ে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাঁদের মধ্যে কী দ্বন্দ্ব ছিল সেটা আমার জানা নাই। আমি আমার ছেলে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।’
তিনি আরও বলেন, ‘আইয়ুব খেত-খামারে কাজ করার পাশাপাশি লেখাপাড়া করে এইচএসসি পাস করেছে। পরিবারের হাল ধরেছিল। ইচ্ছা ছিল, লেখাপাড়া করে চাকরি করবেন। এক লাঠির আঘাতে আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে।’
এ বিষয়ে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর নিহত আইয়ুব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ দিয়েছিল। তদন্ত শেষে মামলা করার জন্য তাঁদের ডাকা হলে, তাঁরা সামাজিকভাবে মীমাংসা করার কথা বলে আসেননি। লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’
কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে লাঠির আঘাতে আহত কলেজছাত্র ১৬ দিন পর মারা গেছেন। আজ শনিবার ভোররাত ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ২২ নভেম্বর রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ডিককুলপাড়ায় হামলার স্বীকার হন তিনি।
নিহত কলেজছাত্রের নাম আইয়ুব উদ্দীন (২৪)। তিনি ওই ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের আনোয়ার হোছাইনের ছেলে। আইয়ুব ডুলাহাজারা ডিগ্রি কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করেছেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া।
চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয়রা বলছেন, ২২ নভেম্বর কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্ধুদের নিয়ে সমিতি সংক্রান্ত কথাবার্তা বলছিলেন। এ সময় মোবাইল ফোনে কল দিয়ে আইয়ুবকে ইউনিয়নের ডিককুলপাড়ায় ডাকেন ওয়াহিদ নামের এক যুবক। আইয়ুব, আরাফাত ও আব্দুর রহমানসহ ৫ জন যুবক সেখানে যায়।
সেখানে আগে থেকেই ওত পেতে থাকা মিনার ও জসিমের নেতৃত্বে আরও ৬-৭ জন যুবক আইয়ুবকে ঘিরে ফেলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে মাথায় লাঠির আঘাতে আইয়ুব গুরুতর আহত হয়। তাঁকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা আব্দুর রহমান (২৩) ও মো. আরাফাত (২৪) আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
আইয়ুবের বাবা আনোয়ার হোছাইন (৬৯) কান্নাজনিত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেকে মিনার, জসিম ও ওয়াহিদসহ আরও কয়েকজন ফোন করে ডেকে নিয়ে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাঁদের মধ্যে কী দ্বন্দ্ব ছিল সেটা আমার জানা নাই। আমি আমার ছেলে খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।’
তিনি আরও বলেন, ‘আইয়ুব খেত-খামারে কাজ করার পাশাপাশি লেখাপাড়া করে এইচএসসি পাস করেছে। পরিবারের হাল ধরেছিল। ইচ্ছা ছিল, লেখাপাড়া করে চাকরি করবেন। এক লাঠির আঘাতে আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে।’
এ বিষয়ে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর নিহত আইয়ুব উদ্দিনের পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ দিয়েছিল। তদন্ত শেষে মামলা করার জন্য তাঁদের ডাকা হলে, তাঁরা সামাজিকভাবে মীমাংসা করার কথা বলে আসেননি। লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরা অবস্থায় চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দমদমিয়ার লাল দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে