Ajker Patrika

চাঁদপুরের মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ২৩ 

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ২৩ 

চাঁদপুরের মেঘনা নদীতে দ্রুতগতিতে বাল্কহেড চালানোর অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা) মিনি কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নদীতে নৌযান চলাচলের নিরাপত্তার জন্য গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বাল্কহেডের সুকানি মো. শাহীন (৩২), মো. দিদার (২২), মো. শরিফ (৩২), সোহেল (৩০), মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল (৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন (২৮), মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫), মো. সুমন (২৮), মো. আলী আকরাম (২০), মো. মোস্তফা (৪২), স্বপন (৪৬), আবু জাহের (৫৬), মো. মামুন (২৫), মো. আলম (৩৫), শাহীন হোসেন (২৭) ও জাকির হোসেন (৪৮)। এদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। 

ওসি মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর মিনি কক্সবাজার এলাকায় ১৫টি বাল্কহেডে অভিযান পরিচালনা করেন। এ সময় বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন ও সুকানি যোগ্যতা সনদ না থাকা এবং নিষিদ্ধ সময়ে নদীতে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ আইনে মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল এবং বাকি নয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত