Ajker Patrika

ফেনীতে নিখোঁজের ২৭ দিন পর মিলল লাশ

প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২১, ২৩: ০৯
ফেনীতে নিখোঁজের ২৭ দিন পর মিলল লাশ

পরশুরাম (ফেনী): ফেনীর পরশুরামে নিখোঁজ হওয়ার ২৭ দিন পর ভারতীয় সীমান্তবর্তী কাঁটাতারের পাশ থেকে ইয়াছিন নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের রঙ্গামাটিয়া গ্রাম থেকে টুকরো টুকরো করা এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

নিহতের স্বজনেরা জানান, নিখোঁজের পর পরশুরাম থানায় জিডি করেছিলেন ইয়াছিনের পরিবারের সদস্যরা। কিন্তু ইয়াছিনকে খুঁজে বের করতে থানা পুলিশের কোনো তৎপরতা ছিল না। পরে তাঁরা জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অভিযোগ করেন। একপর্যায় ডিবি পুলিশ জিডির তথ্যের ওপর নির্ভর করে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ভারত সীমান্তের কাঁটাতারের পাশে মাটিচাপা খণ্ড খণ্ড লাশ উদ্বার করা হয়।

এ ব্যপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান বলেন, হত্যাকারীরা প্রথমে ইয়াছিনকে দাওয়াত দিয়ে ফেনী শহরে নিয়ে আসে। সেখানেই তাকে হত্যা করা হয়। পরে একটি চটের বস্তায় ভরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাংলাদেশ–ভারত সীমান্তের কাঁটাতারের ভেতরে লাশ গুম করার উদ্যেশ্যে মাটি চাপা দেয়। কথিত একটি কষ্টিপাথর নিয়ে লেনদেনের বিষয়ে আলাপ করতে গিয়ে বনিবনা না হওয়ায় এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পূর্ণ তদন্ত চলছে।

নুরুজ্জামানের মতে, হত্যাকারীরা ইয়াছিনকে হত্যা ও এর প্রমাণ লোপাটের জন্য খুব সূক্ষ্ম পরিকল্পনা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত