Ajker Patrika

কসবায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত ৪ 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৪: ২৬
কসবায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু, আহত ৪ 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন। 

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের সিএনজি অটোরিকশাচালক কাউসার আলম (৩৫) ও কিশোরগঞ্জের ইটনা থানার মুক্তারপুর গ্রামের যাত্রী ফুল ইসলাম। 

আহতরা হলেন কিশোরগঞ্জ জেলার মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)। 

ফুল ইসলামের ছেলে হাফেজ আল আমিন বলেন, ‘কুমিল্লার তিতাস থানা এলাকায় শাহাবুদ্দিন কালু শাহ হাফিজিয়া মাদ্রাসায় আমি ও আমার গ্রামের আরও কয়েকজন পড়াশোনা করি। গতকাল বুধবার রাতে মাহফিল ছিল। মাহফিলের পরদিন থেকে মাদ্রাসা বন্ধ দেওয়া হবে। তাই আমার বাবা আমাদের নেওয়ার জন্য মাদ্রাসায় আসেন। আজ সকালে আমাদের কয়েকজনকে আগে একটি সিএনজিতে পাঠিয়ে দেন। পরে অন্য একটি সিএনজিতে তিনি আসবেন বলে জানান। পরে আমার বাবা ও তিনজন মাদ্রাসাছাত্র বহনকারী সিএনজিটি কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ড অতিক্রম করলে কুমিল্লা অভিমুখী পাথরবাহী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে সিএনজিটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয়। আমাকে নিতে এসে বাবা মারা গেল’ বলে কাঁদতে থাকেন আল আমিন। 

স্থানীয় কয়েকজন বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা বাসস্ট্যান্ডের কয়েক শ গজ দূরে কুমিল্লা অভিমুখী পণ্যবাহী একটি ট্রাক প্রথমে এলাকার হালচাষে ব্যবহৃত একটি ট্রাক্টরকে সজোরে ধাক্কা দিলে তা উল্টে যায়। এরপর ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা ও ট্রাক উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশাচালক এবং একজন যাত্রী মারা যান। এ সময় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, কসবা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করেন। 

ব্রাহ্মণবাড়িয়ান খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. শাহজালাল আলম বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত