কুমিল্লা প্রতিনিধি
খানাখন্দের সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় দীর্ঘ ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট বাড়তে থাকায় সড়ক ও জনপদ বিভাগ সংস্কারকাজ বন্ধ করে দেয়। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় যানজট কমে। তবে সড়কে যানবাহনের ধীর গতি দেখা যায়।
সাধারণ যাত্রী ও চালকদের অভিযোগ, ঈদের আগে এমনিতেই মেঘনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টির হচ্ছে, ফলে দীর্ঘ সময় ধরে যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় সড়কের খানাখন্দের সংস্কার করতে আসে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগ। সড়কের গর্তে বৃষ্টিতে পানি জমে যানবাহন চলাচল ব্যাঘাত ঘটায় এ সংস্কারকাজ করে সওজ। পরে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যানজটের মাত্রা বাড়তে থাকে। এ সময় মহাসড়কের কুমিল্লা অংশের চট্টগ্রাম অভিমুখী চান্দিনা থেকে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রাথমিক কিছু সংস্কারকাজ করে চলে যায় সওজ।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকায় কিছু বড় বড় গর্ত তৈরি হয়। তাতে পানি জমে যানবাহন চলাচলে ব্যাঘাত ও সড়কের ক্ষতি হচ্ছিল। ফলে আমরা কিছু সংস্কারকাজ শুরু করে ছিলাম। যানজট দীর্ঘ হওয়ায় কাজ বন্ধ করে দিই। আমরা আপাতত বড় কোনো সমস্যা না হলে ঈদের আগে ও পরে আর কোনো সংস্কারকাজ করব না।’
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কে সংস্কারকাজ করায় কিছু যানজটের তৈরি হয়েছিল। পরে হাইওয়ে পুলিশ দ্রুত তা নিরসন করে। মহাসড়কে যানজট নেই। যানবাহনের কিছুটা ধীর গতি রয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।’
খানাখন্দের সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় দীর্ঘ ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট বাড়তে থাকায় সড়ক ও জনপদ বিভাগ সংস্কারকাজ বন্ধ করে দেয়। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় যানজট কমে। তবে সড়কে যানবাহনের ধীর গতি দেখা যায়।
সাধারণ যাত্রী ও চালকদের অভিযোগ, ঈদের আগে এমনিতেই মেঘনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টির হচ্ছে, ফলে দীর্ঘ সময় ধরে যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায় সড়কের খানাখন্দের সংস্কার করতে আসে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগ। সড়কের গর্তে বৃষ্টিতে পানি জমে যানবাহন চলাচল ব্যাঘাত ঘটায় এ সংস্কারকাজ করে সওজ। পরে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যানজটের মাত্রা বাড়তে থাকে। এ সময় মহাসড়কের কুমিল্লা অংশের চট্টগ্রাম অভিমুখী চান্দিনা থেকে ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রাথমিক কিছু সংস্কারকাজ করে চলে যায় সওজ।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁঞা আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কের ক্যান্টনমেন্ট এলাকায় কিছু বড় বড় গর্ত তৈরি হয়। তাতে পানি জমে যানবাহন চলাচলে ব্যাঘাত ও সড়কের ক্ষতি হচ্ছিল। ফলে আমরা কিছু সংস্কারকাজ শুরু করে ছিলাম। যানজট দীর্ঘ হওয়ায় কাজ বন্ধ করে দিই। আমরা আপাতত বড় কোনো সমস্যা না হলে ঈদের আগে ও পরে আর কোনো সংস্কারকাজ করব না।’
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কে সংস্কারকাজ করায় কিছু যানজটের তৈরি হয়েছিল। পরে হাইওয়ে পুলিশ দ্রুত তা নিরসন করে। মহাসড়কে যানজট নেই। যানবাহনের কিছুটা ধীর গতি রয়েছে। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।’
মধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৭ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
২২ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
৩৬ মিনিট আগে