চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। এই আসনে বর্তমান সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
মনোনয়ন না পাওয়ায় তাঁর কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যারিকেট দিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ৩টি বাস ভাঙচুর করেন।
আজ রোববার বিকেলে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সালাহ উদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদসহ বেশ কয়েকজন নেতা মনোনয়ন চান। দল থেকে সালাহ উদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পাওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি বাস দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দেয়।
একপর্যায়ে নেতাকর্মীরা তিনটি বাসে ইটপাটকেল ছুঁড়লে কাচ ভেঙে দেয়। পরে সমর্থকেরা মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন। পুলিশ, র্যাব ও বিজিবির টহলদল ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীরা সরে যান। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
অন্যদিকে সালাহ উদ্দিন আহমদ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এখন সড়কের যানবাহ চলাচল স্বাভাবিক আছে। বাস ভাঙচুরের ঘটনায় মালিকরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। এই আসনে বর্তমান সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
মনোনয়ন না পাওয়ায় তাঁর কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যারিকেট দিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ৩টি বাস ভাঙচুর করেন।
আজ রোববার বিকেলে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সালাহ উদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদসহ বেশ কয়েকজন নেতা মনোনয়ন চান। দল থেকে সালাহ উদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পাওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি বাস দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দেয়।
একপর্যায়ে নেতাকর্মীরা তিনটি বাসে ইটপাটকেল ছুঁড়লে কাচ ভেঙে দেয়। পরে সমর্থকেরা মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন। পুলিশ, র্যাব ও বিজিবির টহলদল ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীরা সরে যান। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
অন্যদিকে সালাহ উদ্দিন আহমদ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এখন সড়কের যানবাহ চলাচল স্বাভাবিক আছে। বাস ভাঙচুরের ঘটনায় মালিকরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে