Ajker Patrika

নৌকার ইঞ্জিনে চুল পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
নৌকার ইঞ্জিনে চুল পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নৌকার ইঞ্জিনে চুল পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর নাম নিপা আক্তার (১৪)। গতকাল বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে ঘটনাটি ঘটে।

মৃত ওই কিশোর এক আত্মীয় রাসেল মিয়া তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিপা আক্তার কুমিল্লা জেলার বাঙ্গরা থানার ফুলপুর গ্রামের বাছির মিয়ার মেয়ে। সে কসবা উপজেলার শিমরাইল গ্রামে তাঁর মামাতো বোনের বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, আগামীকাল শুক্রবার নিপার মামাতো বোনের বিয়ে। বিয়ে উপলক্ষে মা-বাবার সঙ্গে গত মঙ্গলবার বিকেলে উপজেলার শিমরাইল গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে নিপা। গতকাল বুধবার দুপুরে মামা জীবন মিয়ার শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে মামাতো ভাই বোনদের সঙ্গে বাড়ির পাশে বিলে ঘুরতে যায় সে।

নিপা ইঞ্জিনের কাছে বসা ছিল। দাঁড়াতে গিয়ে পা পিছলে সে ইঞ্জিনের ওপর পড়ে যায়। এতে ইঞ্জিনে মাথার চুল পেঁচিয়ে গেলে নাক, মুখ থেঁতলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় বিয়েবাড়িতে শোকের মাতম চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত