লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জ্যোতি বেগম (২২) ও তাঁর ছেলে সিহাব হোসেন (৩) নিহত হয়েছে। এ সময় পরিবারের আরও তিন সদস্য আহত হন। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের তেরবেকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, শরীফ হোসেন, আবু তাহের ও রাজা মিয়া। তাঁদের মধ্যে শরীফ হোসেন ও আবু তাহেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জ্যোতি বেগম গুরুতর আহত শরীফ হোসেনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে অসুস্থ জ্যোতি বেগমকে অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। অটোরিকশাটি তেরবেকী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা জোনাকী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মারা যান জ্যোতি বেগম। স্বামী শরীফ হোসেন, শিশুসন্তান সিহাব হোসেনসহ আরও চারজন গুরুতর আহত হন। তাঁদের প্রথমে সদর হাসপাতালে পরে ঢাকা নেওয়ার পথে শিশুসন্তান সিহাব হোসেন মারা যায়। আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বাসচালককে আটক করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জ্যোতি বেগম (২২) ও তাঁর ছেলে সিহাব হোসেন (৩) নিহত হয়েছে। এ সময় পরিবারের আরও তিন সদস্য আহত হন। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের তেরবেকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, শরীফ হোসেন, আবু তাহের ও রাজা মিয়া। তাঁদের মধ্যে শরীফ হোসেন ও আবু তাহেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জ্যোতি বেগম গুরুতর আহত শরীফ হোসেনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে অসুস্থ জ্যোতি বেগমকে অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। অটোরিকশাটি তেরবেকী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা জোনাকী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মারা যান জ্যোতি বেগম। স্বামী শরীফ হোসেন, শিশুসন্তান সিহাব হোসেনসহ আরও চারজন গুরুতর আহত হন। তাঁদের প্রথমে সদর হাসপাতালে পরে ঢাকা নেওয়ার পথে শিশুসন্তান সিহাব হোসেন মারা যায়। আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বাসচালককে আটক করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে