চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম পৈতৃক জলাশয়ের মৎস্য বিক্রি থেকে বার্ষিক আয় করেন ১ লাখ ৪০ হাজার টাকা। সাবেক এই সেনা কর্মকর্তা সেনাবাহিনীর পেনশন, মুক্তিযোদ্ধা, বীর প্রতীকসহ বিভিন্ন সম্মানী পান ৯ লাখ ২৬ হাজার ২১৩ টাকা। স্নাতকোত্তর পাস এই রাজনীতিবিদ বর্তমানে ব্যবসা, গবেষণা ও রাজনীতির সঙ্গে জড়িত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান তিনি।
তবে গতবারের তুলনায় তাঁর বার্ষিক আয় কমেছে ৮ লাখ ২২ হাজার ২১৩ টাকা। আয় কমলেও সৈয়দ ইবরাহিম ও তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ বেড়েছে, কমেছে স্থাবর সম্পত্তি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে তাঁর দল কল্যাণ পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৫ (চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ড ১ ও ২) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।
ওই নির্বাচনে ৪৪ হাজার ৩৮১ ভোট পেয়ে তিনি পরাজিত হয়েছিলেন। এর আগে ২০০৮ নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮, ঢাকা-১৩ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করে জয়ী হতে পারেনি তিনি।
হলফনামা বিশ্লেষণ করে জানা গেছে, সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নগদ টাকা আছে ৬৫ লাখ ২৯৩ টাকা। স্ত্রীর আছে ৮৩ হাজার টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লাখ ২ হাজার ৬০৭ টাকা, স্ত্রীর নামে জমা আছে ১৫ লাখ ৫৮৭ টাকা।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় নগদ টাকা ছিল ৪৮ লাখ ২৫ হাজার ৬০৩ টাকা। স্ত্রীর নামে নগদ আছে ৬৫ হাজার টাকা। ব্যাংকে জমা ছিল ১০ হাজার ৮৫২ টাকা। তখন স্ত্রীর ব্যাংকে জমা ছিল ৭ লাখ ২১০ টাকা। ৩ লাখ টাকার দামের একটি গাড়ি দেখিয়েছিলেন। গাড়িটি এবার নেই।
গতবার ও এবার তাঁর নিজ নামে ১৫ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা ও স্ত্রীর নামে ৩৮ হাজার ৬০০ টাকার বন্ড বা শেয়ার অপরিবর্তিত আছে। নিজের নামে ২০ হাজার টাকা ও স্ত্রীর নামে ৬ হাজার টাকার সোনা পূর্বের মতো আছে। সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ৮৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ১ লাখ ৬০ হাজার টাকার আসবাব এবারও অপরিবর্তিত রয়েছে।
হলফনামা ঘেঁটে জানা গেছে, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও তাঁর স্ত্রীর সম্পদ কমেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় দুজনের নামে ৬৯ দশমিক শূন্য ৪২ শতক কৃষিজমি থাকলেও; এবার তা ৩৯ দশমিক ২৫ শতকে দাঁড়িয়েছে। গত ৫ বছরের ব্যবধানে ২৯ দশমিক ৭৯২ শতক কৃষিজমি কমেছে।
একাদশ ও দ্বাদশ নির্বাচনের হলফনামায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের অকৃষিজমির পরিমাণ পরিবর্তিত হয়নি। তেমনি স্ত্রীরও পরিবর্তিত হয়নি। হলফনামা অনুযায়ী, ইবরাহিমের ৮ লাখ ৭৯ হাজার টাকা ও স্ত্রীর নামে ১০ লাখ ১১ হাজার টাকার অকৃষিজমি আছে। এ ছাড়া স্ত্রীর নামে ৫৬ লাখ দামের দালান রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম পৈতৃক জলাশয়ের মৎস্য বিক্রি থেকে বার্ষিক আয় করেন ১ লাখ ৪০ হাজার টাকা। সাবেক এই সেনা কর্মকর্তা সেনাবাহিনীর পেনশন, মুক্তিযোদ্ধা, বীর প্রতীকসহ বিভিন্ন সম্মানী পান ৯ লাখ ২৬ হাজার ২১৩ টাকা। স্নাতকোত্তর পাস এই রাজনীতিবিদ বর্তমানে ব্যবসা, গবেষণা ও রাজনীতির সঙ্গে জড়িত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান তিনি।
তবে গতবারের তুলনায় তাঁর বার্ষিক আয় কমেছে ৮ লাখ ২২ হাজার ২১৩ টাকা। আয় কমলেও সৈয়দ ইবরাহিম ও তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ বেড়েছে, কমেছে স্থাবর সম্পত্তি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে তাঁর দল কল্যাণ পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৫ (চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ড ১ ও ২) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।
ওই নির্বাচনে ৪৪ হাজার ৩৮১ ভোট পেয়ে তিনি পরাজিত হয়েছিলেন। এর আগে ২০০৮ নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮, ঢাকা-১৩ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করে জয়ী হতে পারেনি তিনি।
হলফনামা বিশ্লেষণ করে জানা গেছে, সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নগদ টাকা আছে ৬৫ লাখ ২৯৩ টাকা। স্ত্রীর আছে ৮৩ হাজার টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লাখ ২ হাজার ৬০৭ টাকা, স্ত্রীর নামে জমা আছে ১৫ লাখ ৫৮৭ টাকা।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় নগদ টাকা ছিল ৪৮ লাখ ২৫ হাজার ৬০৩ টাকা। স্ত্রীর নামে নগদ আছে ৬৫ হাজার টাকা। ব্যাংকে জমা ছিল ১০ হাজার ৮৫২ টাকা। তখন স্ত্রীর ব্যাংকে জমা ছিল ৭ লাখ ২১০ টাকা। ৩ লাখ টাকার দামের একটি গাড়ি দেখিয়েছিলেন। গাড়িটি এবার নেই।
গতবার ও এবার তাঁর নিজ নামে ১৫ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা ও স্ত্রীর নামে ৩৮ হাজার ৬০০ টাকার বন্ড বা শেয়ার অপরিবর্তিত আছে। নিজের নামে ২০ হাজার টাকা ও স্ত্রীর নামে ৬ হাজার টাকার সোনা পূর্বের মতো আছে। সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ৮৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ১ লাখ ৬০ হাজার টাকার আসবাব এবারও অপরিবর্তিত রয়েছে।
হলফনামা ঘেঁটে জানা গেছে, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও তাঁর স্ত্রীর সম্পদ কমেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় দুজনের নামে ৬৯ দশমিক শূন্য ৪২ শতক কৃষিজমি থাকলেও; এবার তা ৩৯ দশমিক ২৫ শতকে দাঁড়িয়েছে। গত ৫ বছরের ব্যবধানে ২৯ দশমিক ৭৯২ শতক কৃষিজমি কমেছে।
একাদশ ও দ্বাদশ নির্বাচনের হলফনামায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের অকৃষিজমির পরিমাণ পরিবর্তিত হয়নি। তেমনি স্ত্রীরও পরিবর্তিত হয়নি। হলফনামা অনুযায়ী, ইবরাহিমের ৮ লাখ ৭৯ হাজার টাকা ও স্ত্রীর নামে ১০ লাখ ১১ হাজার টাকার অকৃষিজমি আছে। এ ছাড়া স্ত্রীর নামে ৫৬ লাখ দামের দালান রয়েছে।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে