নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার গুদামে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওই শ্রমিকের নাম মো. মাসুদ (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। এর আগে শুক্রবার সকালে কোতোয়ালি থানার খাতুনগঞ্জের নবী মার্কেটে অবস্থিত টিপিপি এন্টারপ্রাইজ নামের মসলার একটি গুদাম থেকে মাসুদসহ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই গুদামে ঘুমিয়ে পড়েন তিন শ্রমিক। পর দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচণ্ড ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন তাঁরা। তাঁদের মধ্যে মৌসুমের অবস্থা গুরুতর ছিল। পরে গুদামে থাকা অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাঁদের মধ্যে মাসুদ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। বাকি দুজন সুস্থ হয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান বলেন, ওই গুদামে রাখা মসলাজাতীয় পণ্য বিভিন্ন পোকামাকড় ও ইঁদুরের হাত থেকে বাঁচাতে সেখানে নিয়মিত কীটনাশক ব্যবহার করা হতো। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ গুদামে কীটনাশক ছিটিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষক্রিয়ায় গুদামের একপাশে ঘুমিয়ে থাকা ওই শ্রমিকেরা আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ কর্মকর্তা মিজানুর আরও জানান, অভিযোগ থাকলে নিহত ব্যক্তির পরিবারকে লিখিত আকারে জানাতে বলা হয়েছে। কিন্তু তাঁরা অভিযোগ করবেন না বলে জানিয়ে দেন।
এ বিষয়ে জানতে টিপিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সালাউদ্দিনের মোবাইল ফোন একাধিকবার কল ও বার্তা পাঠানোর পরও তিনি সাড়া দেননি।
চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার গুদামে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওই শ্রমিকের নাম মো. মাসুদ (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। এর আগে শুক্রবার সকালে কোতোয়ালি থানার খাতুনগঞ্জের নবী মার্কেটে অবস্থিত টিপিপি এন্টারপ্রাইজ নামের মসলার একটি গুদাম থেকে মাসুদসহ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই গুদামে ঘুমিয়ে পড়েন তিন শ্রমিক। পর দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচণ্ড ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন তাঁরা। তাঁদের মধ্যে মৌসুমের অবস্থা গুরুতর ছিল। পরে গুদামে থাকা অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাঁদের মধ্যে মাসুদ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। বাকি দুজন সুস্থ হয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান বলেন, ওই গুদামে রাখা মসলাজাতীয় পণ্য বিভিন্ন পোকামাকড় ও ইঁদুরের হাত থেকে বাঁচাতে সেখানে নিয়মিত কীটনাশক ব্যবহার করা হতো। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ গুদামে কীটনাশক ছিটিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষক্রিয়ায় গুদামের একপাশে ঘুমিয়ে থাকা ওই শ্রমিকেরা আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ কর্মকর্তা মিজানুর আরও জানান, অভিযোগ থাকলে নিহত ব্যক্তির পরিবারকে লিখিত আকারে জানাতে বলা হয়েছে। কিন্তু তাঁরা অভিযোগ করবেন না বলে জানিয়ে দেন।
এ বিষয়ে জানতে টিপিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সালাউদ্দিনের মোবাইল ফোন একাধিকবার কল ও বার্তা পাঠানোর পরও তিনি সাড়া দেননি।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে