চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জনবল নিয়োগ, যৌন নিপীড়ন সেলের কার্যক্রম, বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগের অভিযোগসহ নানা বিষয়ে খোঁজ–খবর নিতে দুই সদস্য পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
তাঁরা গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলেন।
ইউজিসির দুজন সদস্য হলেন—পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জামিনুর রহমান ও উপপরিচালক মৌলি আজাদ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ইউজিসির দুই প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-বাণিজ্য নিয়ে ফাঁস হওয়া অডিও নিয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা, নিয়োগে অনিয়মের অভিযোগ, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বাইরে অতিরিক্ত নিয়োগ, যৌন–নিপীড়ন সেলের কার্যক্রম, কর্মকর্তাদের বিভিন্ন পদে শিক্ষক নিয়োগসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন।
গতকাল সোমবার প্রথম দিনে ইউজিসির প্রতিনিধি দুজন সদস্য আড়াই ঘণ্টার বেশি সময় ধরে উপাচার্য দপ্তরে সম্মেলনকক্ষে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কর্তৃপক্ষ থেকে উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আবুল মনছুর, মোহাম্মদ খাইরুল ইসলাম, আইকিউএসির পরিচালক আবদুল্লাহ মামুন, প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া প্রমুখ। বৈঠক শেষে ওই দুই প্রতিনিধি উদ্বোধনের ১৪ মাস পরও চালু না হওয়া ছাত্রীদের আবাসিক হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শনে যান।
মঙ্গলবার দ্বিতীয় দিনে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তাঁরা পাম্প অপারেটরদের কাজ ও নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, অতীশ দীপঙ্কর ও জননেত্রী শেখ হাসিনা হল পরিদর্শন করতে যান।
পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি দুজনের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁরা এ বিষয়ে জানতে ইউজিসির পরিদর্শন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগমের সঙ্গে কথা বলার কথা জানান।
পরে ইউজিসির পরিদর্শন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য ড. দিল আফরোজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সার্বিকভাবে দেখতে দুজন সদস্যকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আবেদন ছিল নতুন হলগুলোর জন্য লোকবল লাগবে। এই বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে তাঁরা এসেছিলেন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জনবল নিয়োগ, যৌন নিপীড়ন সেলের কার্যক্রম, বিজ্ঞাপিত পদের অতিরিক্ত নিয়োগের অভিযোগসহ নানা বিষয়ে খোঁজ–খবর নিতে দুই সদস্য পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
তাঁরা গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলেন।
ইউজিসির দুজন সদস্য হলেন—পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জামিনুর রহমান ও উপপরিচালক মৌলি আজাদ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ইউজিসির দুই প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-বাণিজ্য নিয়ে ফাঁস হওয়া অডিও নিয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা, নিয়োগে অনিয়মের অভিযোগ, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বাইরে অতিরিক্ত নিয়োগ, যৌন–নিপীড়ন সেলের কার্যক্রম, কর্মকর্তাদের বিভিন্ন পদে শিক্ষক নিয়োগসহ নানা বিষয়ে খোঁজ-খবর নেন।
গতকাল সোমবার প্রথম দিনে ইউজিসির প্রতিনিধি দুজন সদস্য আড়াই ঘণ্টার বেশি সময় ধরে উপাচার্য দপ্তরে সম্মেলনকক্ষে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কর্তৃপক্ষ থেকে উপস্থিত ছিলেন—ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আবুল মনছুর, মোহাম্মদ খাইরুল ইসলাম, আইকিউএসির পরিচালক আবদুল্লাহ মামুন, প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া প্রমুখ। বৈঠক শেষে ওই দুই প্রতিনিধি উদ্বোধনের ১৪ মাস পরও চালু না হওয়া ছাত্রীদের আবাসিক হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শনে যান।
মঙ্গলবার দ্বিতীয় দিনে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তাঁরা পাম্প অপারেটরদের কাজ ও নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, অতীশ দীপঙ্কর ও জননেত্রী শেখ হাসিনা হল পরিদর্শন করতে যান।
পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি দুজনের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। তাঁরা এ বিষয়ে জানতে ইউজিসির পরিদর্শন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগমের সঙ্গে কথা বলার কথা জানান।
পরে ইউজিসির পরিদর্শন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য ড. দিল আফরোজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সার্বিকভাবে দেখতে দুজন সদস্যকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আবেদন ছিল নতুন হলগুলোর জন্য লোকবল লাগবে। এই বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে তাঁরা এসেছিলেন।’
শনিবার বিভাগে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েক দিনই রাজশাহীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
১ মিনিট আগেডেমরার আবাসিক এলাকায় গড়ে ওঠা কারখানা ও ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়েছে এলাকাবাসী। ‘কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন’ সংগঠনের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টার দিকে ডেমরা, কোনাপাড়া, মাতুয়াইল ও যাত্রাবাড়ী এলাকার সড়কের দুপাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
৫ মিনিট আগেআওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। শনিবার বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এ সমাবেশ হয়।
৫ মিনিট আগেজেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, একটি মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসার খবর পেয়ে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি) কর্তৃপক্ষকে জানানো হয়। পাশাপাশি বনকর্মীদেরও অবহিত করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে বোরির বিজ্ঞানী ও বনকর্মীরা এসে মৃত প্রাণীটি পরীক্ষা করেন এবং পরে
১০ মিনিট আগে