চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এক নারী। নিহত নারীর নাম আনোয়ারা বেগম (২৮)। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের নতুন পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।
নিহতের স্বামী মোহাম্মদ আবদুল্লাহ জানান, তাঁর স্ত্রী ৫-৬ দিন আগে চার সন্তানসহ তাঁর শ্যালিকার বাড়ি মানিকপুরে বেড়াতে যান। আনোয়ারার ভাই মো. আরিফ তাঁর ভগ্নিপতি মনির আহমদের বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা পান। পাওনা টাকা চাইতে গেলে মনিরের স্ত্রীর সঙ্গে আনোয়ারার কথা-কাটাকাটি হয়। আনোয়ারা মনির আহমদের বাবার কাছে তাঁর ভাই আরিফের পাওনা টাকা কখন দিবে জানতে চান। এ সময় মনিরের দুই ভাই জমির ও মিজানুর রহমান তেড়ে আসেন।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘একপর্যায়ে দুজন মিলে দা দিয়ে অতর্কিতভাবে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা আনোয়ারাকে দা দিয়ে কোপ দেন। এ সময় আনোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
খবর পেয়ে বেলা তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার এসআই গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘নিহত আনোয়ারার ঘাড়ে ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে।’
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে। নিহতের পরিবার এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এক নারী। নিহত নারীর নাম আনোয়ারা বেগম (২৮)। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের নতুন পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।
নিহতের স্বামী মোহাম্মদ আবদুল্লাহ জানান, তাঁর স্ত্রী ৫-৬ দিন আগে চার সন্তানসহ তাঁর শ্যালিকার বাড়ি মানিকপুরে বেড়াতে যান। আনোয়ারার ভাই মো. আরিফ তাঁর ভগ্নিপতি মনির আহমদের বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা পান। পাওনা টাকা চাইতে গেলে মনিরের স্ত্রীর সঙ্গে আনোয়ারার কথা-কাটাকাটি হয়। আনোয়ারা মনির আহমদের বাবার কাছে তাঁর ভাই আরিফের পাওনা টাকা কখন দিবে জানতে চান। এ সময় মনিরের দুই ভাই জমির ও মিজানুর রহমান তেড়ে আসেন।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘একপর্যায়ে দুজন মিলে দা দিয়ে অতর্কিতভাবে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা আনোয়ারাকে দা দিয়ে কোপ দেন। এ সময় আনোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
খবর পেয়ে বেলা তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার এসআই গোলাম সরোয়ার। তিনি বলেন, ‘নিহত আনোয়ারার ঘাড়ে ধারালো দায়ের কোপের চিহ্ন রয়েছে।’
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে। নিহতের পরিবার এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
৪১ মিনিট আগেছাত্রদলের কমিটি নিয়ে আবার উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শাখা ছাত্রদলের ৩৭০ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ও ১৭টি হল কমিটিতে শিবির, ছাত্রলীগ ও ছিনতাইকারী রয়েছে বলে অভিযোগ এনে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন ছাত্রদলের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী।
১ ঘণ্টা আগেকুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে ডুবে যায়।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একমাত্র আবাসন প্রকল্পের বাসিন্দারা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছেন। আবাসন প্রকল্পে ভাঙাঘর, বিশুদ্ধ পানির অভাব, স্যানিটারি সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
১ ঘণ্টা আগে