Ajker Patrika

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ীর কারাদণ্ড

চট্টগ্রামে নয় কোটি টাকার চেক প্রতারণার মামলায় ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানের আদালত এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী ইমাম ডায়িং নিটিং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি নগরের আগ্রাবাদে মৃত বদিউর রহমানের ছেলে। 

বাদীপক্ষের আইনজীবী এ এইচ এম জিয়া হাবীব আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আসামি যমুনা ব্যাংক কদমতলী শাখা থেকে ১৯ কোটি টাকা ঋণ সুবিধা গ্রহণ করেছিল। ওই টাকার বিপরীতে আসামি ২০১২ সালে ২ জানুয়ারি নয় কোটি টাকার পৃথক দুটি চেক প্রদান করেন। পরে চেক দুটি ডিজওনার হয়। এই ঘটনায় এন আই অ্যাক্টে আসামির বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।’ 

তিনি আরও বলেন, ‘পরে আসামি রিট পিটিশন দায়ের করলে উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন মামলার শুনানি স্থগিত ছিল। ওই স্থগিতাদেশ বাতিল হলে আদালতে পুনরায় বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় আসামির বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ায় আজ (রোববার) আদালত এই রায় দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত