কক্সবাজার, প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মকছুদ মিয়ার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে। পরিবারটিকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা।
অভিযোগে জানানো হয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় ৬৭ দশমিক ৪০ একর চিংড়ি ঘের রয়েছে। গত ১৯ অক্টোবর রাতে মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়ার নির্দেশে ৩০-৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ঘেরটি দখল করে এবং লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা চিংড়ি ঘেরের পরিচালক এবং কর্মচারীদের মারধর করে তাড়িয়ে দেন। তারা চিংড়ি ঘেরের কয়েক লাখ টাকার মাছ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন থানায় অভিযোগ করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
পরে গত ২৪ অক্টোবর মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন আমজাদ হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে মহেশখালী থানার পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
আমজাদ হোসেন অভিযোগ করেন, থানায় ২৫ অক্টোবর মামলা নথিভুক্ত হওয়ার পর মকছুদ মিয়া ও তাঁর লোকজনের হুমকিতে তিনি পরিবার নিয়ে কক্সবাজার শহরে আশ্রয় নিয়েছেন।
তিনি দাবি করেন, মহেশখালীতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে করা একমাত্র মামলার এক নম্বর আসামি মাওলানা জাকারিয়া পরিবারের সন্তান মেয়র মকছুদ মিয়া এখন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি এ মামলার অন্যতম সাক্ষী। এ জন্য তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে মকছুদ মিয়া তাঁর নানাভাবে ক্ষতি করে আসছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোহাম্মদ মাসুদ কুতুবী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি বশিরুল আলম মুক্তিযোদ্ধা নুরুল হক ও আবুল কাশেম প্রমুখ।
মেয়র মকছুদ মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (আমজাদ হোসেন) সব সময় আমার বিরুদ্ধে লেগে আছেন। এবারের নির্বাচনেও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মাত্র শ দেড়েক ভোট পেয়েছেন।
ঘের দখলের অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, ঘেরের জায়গা আমাদের পরিবারের। মুক্তিযোদ্ধা পরিবারকে এলাকা ছাড়ার ব্যাপারে মেয়র বলেন, তিনি তো এলাকায়ই থাকেন না!
কক্সবাজারের মহেশখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মকছুদ মিয়ার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধা পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ উঠেছে। পরিবারটিকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা।
অভিযোগে জানানো হয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকায় ৬৭ দশমিক ৪০ একর চিংড়ি ঘের রয়েছে। গত ১৯ অক্টোবর রাতে মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়ার নির্দেশে ৩০-৩৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ঘেরটি দখল করে এবং লুটপাট চালায়। এ সময় সন্ত্রাসীরা চিংড়ি ঘেরের পরিচালক এবং কর্মচারীদের মারধর করে তাড়িয়ে দেন। তারা চিংড়ি ঘেরের কয়েক লাখ টাকার মাছ ও মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন থানায় অভিযোগ করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
পরে গত ২৪ অক্টোবর মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন আমজাদ হোসেন। আদালত মামলাটি আমলে নিয়ে মহেশখালী থানার পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।
আমজাদ হোসেন অভিযোগ করেন, থানায় ২৫ অক্টোবর মামলা নথিভুক্ত হওয়ার পর মকছুদ মিয়া ও তাঁর লোকজনের হুমকিতে তিনি পরিবার নিয়ে কক্সবাজার শহরে আশ্রয় নিয়েছেন।
তিনি দাবি করেন, মহেশখালীতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে করা একমাত্র মামলার এক নম্বর আসামি মাওলানা জাকারিয়া পরিবারের সন্তান মেয়র মকছুদ মিয়া এখন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি এ মামলার অন্যতম সাক্ষী। এ জন্য তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে মকছুদ মিয়া তাঁর নানাভাবে ক্ষতি করে আসছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোহাম্মদ মাসুদ কুতুবী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি বশিরুল আলম মুক্তিযোদ্ধা নুরুল হক ও আবুল কাশেম প্রমুখ।
মেয়র মকছুদ মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (আমজাদ হোসেন) সব সময় আমার বিরুদ্ধে লেগে আছেন। এবারের নির্বাচনেও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মাত্র শ দেড়েক ভোট পেয়েছেন।
ঘের দখলের অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, ঘেরের জায়গা আমাদের পরিবারের। মুক্তিযোদ্ধা পরিবারকে এলাকা ছাড়ার ব্যাপারে মেয়র বলেন, তিনি তো এলাকায়ই থাকেন না!
পিরোজপুরের নেছারাবাদে তিন ছাত্রদল কর্মীকে মারধর করেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. রিয়াদুল ইসলাম। সেই ছাত্রলীগ নেতাই এবার ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিলেন। গতকাল রোববার উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতি সভায় তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়।
৮ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসার ছাদে বিস্ফোরণে মো. আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামের ওই বাসার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারের পাশের একটি গলির সাততলা বাসার ছাদে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে।’ সোমবার বিকেলে রাজশাহীর কোর্ট স্টেশন রোডে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
১৬ মিনিট আগেপটুয়াখালীর দশমিনা উপজেলায় ট্রাকভর্তি ৩০ লাখের বেশি গলদা রেণু অবৈধভাবে অন্যত্র পাঠানোর সময় সেগুলো আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেণুগুলো উদ্ধার করে নদীতে অবমুক্ত করে এবং ট্রাকটি থানায় নিয়ে যায়।
২৪ মিনিট আগে