Ajker Patrika

কোম্পানীগঞ্জে ঘুষ দাবি করায় প্রকৌশলীকে গণপিটুনি

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৯: ২০
কোম্পানীগঞ্জে ঘুষ দাবি করায় প্রকৌশলীকে গণপিটুনি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় বিদ্যুতের খুঁটি স্থাপনে ঘুষ দাবি করায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলীকে গণপিটুনি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বানু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বানু মাঝির বাড়িতে দুটি বিদ্যুতের খুঁটি বরাদ্দ দেওয়া হয়। খুঁটি দুটি স্থাপনের সময় বসুরহাট বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম এলাকাবাসীর কাছে এক লাখ টাকা দাবি করেন।

এ সময় এলাকাবাসী জানতে চান, মেয়র কাদের মির্জার নির্দেশে সরকারিভাবে খুঁটি বরাদ্দ ও লাগানো হচ্ছে। এ ক্ষেত্রে টাকা দিতে হবে কেন? জবাবে সাইফুল ইসলাম টাকা না দিলে খুঁটি তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন এবং স্থাপন করা একটি খুঁটি তুলে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাঁকে মারধর করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পরে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সাইফুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে ঘটেছে। এ বিষয়ে তাঁর থেকেই জেনে নিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত