Ajker Patrika

কবরস্থানে অস্ত্রসহ লুকিয়ে থাকা যুবদল নেতা কারাগারে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৭: ৪৯
কবরস্থানে অস্ত্রসহ লুকিয়ে থাকা যুবদল নেতা কারাগারে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২১ মামলার পলাতক আসামি যুবদল নেতা মো. মাসুদকে (৩৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জঙ্গল সলিমপুরের উত্তর ফকিরপাড়া কবরস্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

মো. মাসুদ উত্তর ফকিরপাড়া এলাকার বাসিন্দা ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তার মাসুদ সলিমপুর ইউনিয়ন যুবদল সভাপতি সন্ত্রাসী রোকনের সহযোগী। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, খুনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ২১টি মামলা রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।’ 

তোফায়েল আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সন্ত্রাসী রোকন বাহিনীর ৩৫ জন সদস্যকে নিয়ে সে সীতাকুণ্ডের পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও ডাকাতি কার্যক্রম চালাত। তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত