রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মদুনা ঘাটসংলগ্ন জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল বের করলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ জাগির। এ ছাড়া গোলাম আকবর খোন্দকারের কয়েকজন অনুসারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপিকর্মী বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারীরা মিছিল বের করলে গোলাম আকবর খোন্দকার গ্রুপের প্রভাবশালী নেতা ফজল হকের ছোট ভাই জানে আলমসহ কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির কর্মী ইউছুপ তালুকদার আজাদী। তিনি বলেন, ‘অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মিছিল বের করি। কয়েক শ নেতা-কর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে হামলা করে সন্ত্রাসীরা।’
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পাইনি।’ কেউ থানায় অভিযোগ করেনি বলে দাবি করেন ওসি।
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মদুনা ঘাটসংলগ্ন জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল বের করলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ জাগির। এ ছাড়া গোলাম আকবর খোন্দকারের কয়েকজন অনুসারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপিকর্মী বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারীরা মিছিল বের করলে গোলাম আকবর খোন্দকার গ্রুপের প্রভাবশালী নেতা ফজল হকের ছোট ভাই জানে আলমসহ কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির কর্মী ইউছুপ তালুকদার আজাদী। তিনি বলেন, ‘অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মিছিল বের করি। কয়েক শ নেতা-কর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে হামলা করে সন্ত্রাসীরা।’
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পাইনি।’ কেউ থানায় অভিযোগ করেনি বলে দাবি করেন ওসি।
পিরোজপুরে উদ্বেগজনক হারে বিড়াল ও কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জেলা হাসপাতালে ছয় মাস ধরে জলাতঙ্ক টিকার সরবরাহ বন্ধ রয়েছে। টিকা চেয়ে কয়েকবার স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হলেও কোনো ফল মেলেনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগেঈদুল আজহার লম্বা ছুটিতে রাজশাহী শহর থেকে স্ত্রী, দুই সন্তানসহ ৮ জুন কক্সবাজার ভ্রমণে এসেছিলেন চাকরিজীবী শাহীনুর রহমান (৫৫)। দুপুরে ছেলে সিফাত রহমানকে (২০) নিয়ে সমুদ্রসৈকতের কলাতলীর সায়মন বিচে গোসলে নামেন তিনি।
৩ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুরসহ দেশের উত্তর জনপদে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২০২৩ সালের ১৪ নভেম্বর। কিন্তু উদ্বোধনের ১ বছর ৭ মাস পার হলেও গ্যাস পায়নি এ জনপদের মানুষ।
৪ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় ছাইতনতলা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। এর সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।
৫ ঘণ্টা আগে