নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকা ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষে জড়ানো দুটি পক্ষের একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। অন্য পক্ষটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা শহীদ মিনারে ফুল দেওয়া শেষে মিনারের এক পাশে জড়ো হন। এরপরই ফুল দিতে ওঠেন শিক্ষা উপমন্ত্রীর অনুসারীরা। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশের নেতৃত্বে এই পক্ষটি ফুল দেওয়ার সময় মিনারের নিচে দুই পক্ষের দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সেখান থেকে দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়।
সংঘর্ষের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। শিক্ষা উপমন্ত্রীর অনুসারী আনোয়ার পলাশ, নাছির পক্ষের অনুসারীরা বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আগে থেকেই ওরা রামদা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছিল। পরিকল্পনা অনুযায়ী আমরা ফুল দিতে গেলে হামলা চালায়। তাঁদের হামলায় আমাদের জনি দাশ, এম এ মনির, নুর আলম ও এইচ এম জাহিদ নামের চার কর্মী আহত হয়েছেন।’
তবে সেই অভিযোগ নাকচ করে দিয়ে নাছির পক্ষের নেতা চিন্ময় ঘোষও একইভাবে বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ করেছেন। তিনি বলেন, ওদের গ্রুপে কেউ মহসীন কলেজের শিক্ষার্থী ছিল না। কোনো কারণ ছাড়াই তাঁরা আমাদের এক ছোট ভাইকে থাপ্পড় দেয়। সেটির প্রতিবাদ করতে গেলে পরে হামলা চালিয়ে আমাদের ৫-৬ জনকে আহত করে।’
দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত হয়। এরপর দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কেউ আহত হয়েছে এমন খবর পাইনি।’
শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকা ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষে জড়ানো দুটি পক্ষের একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। অন্য পক্ষটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা শহীদ মিনারে ফুল দেওয়া শেষে মিনারের এক পাশে জড়ো হন। এরপরই ফুল দিতে ওঠেন শিক্ষা উপমন্ত্রীর অনুসারীরা। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশের নেতৃত্বে এই পক্ষটি ফুল দেওয়ার সময় মিনারের নিচে দুই পক্ষের দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সেখান থেকে দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়।
সংঘর্ষের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। শিক্ষা উপমন্ত্রীর অনুসারী আনোয়ার পলাশ, নাছির পক্ষের অনুসারীরা বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আগে থেকেই ওরা রামদা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছিল। পরিকল্পনা অনুযায়ী আমরা ফুল দিতে গেলে হামলা চালায়। তাঁদের হামলায় আমাদের জনি দাশ, এম এ মনির, নুর আলম ও এইচ এম জাহিদ নামের চার কর্মী আহত হয়েছেন।’
তবে সেই অভিযোগ নাকচ করে দিয়ে নাছির পক্ষের নেতা চিন্ময় ঘোষও একইভাবে বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ করেছেন। তিনি বলেন, ওদের গ্রুপে কেউ মহসীন কলেজের শিক্ষার্থী ছিল না। কোনো কারণ ছাড়াই তাঁরা আমাদের এক ছোট ভাইকে থাপ্পড় দেয়। সেটির প্রতিবাদ করতে গেলে পরে হামলা চালিয়ে আমাদের ৫-৬ জনকে আহত করে।’
দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত হয়। এরপর দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কেউ আহত হয়েছে এমন খবর পাইনি।’
নোয়াখালী হাতিয়ায় বঙ্গোপসাগরে জলদস্যুদের ধাওয়ায় ডুবে যাওয়া ট্রলারের কিছু অংশ ধরে ২৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১৮ জেলে। পরে অন্য ট্রলারের জেলেদের সহায়তায় বেঁচে ফিরেছেন তাঁরা। আজ সোমবার বিকেলে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার ঘাটে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে আসা হয়।
৯ মিনিট আগেহবিগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বিসিক শিল্পনগরী-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেশেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে দুটি গরুর ঢুকে পড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল রোববার রাত থেকে ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা।
১৭ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে চড়ে স্বামীর সঙ্গে গন্তব্যে যাচ্ছিলেন নাসিমা। এ সময় অক্সিজেনের পাবলিক স্কুলগেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে নাসিমা নিচে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উপস্থিত...
২৬ মিনিট আগে