Ajker Patrika

ফুল দিতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফুল দিতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকা ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সংঘর্ষে জড়ানো দুটি পক্ষের একটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। অন্য পক্ষটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা শহীদ মিনারে ফুল দেওয়া শেষে মিনারের এক পাশে জড়ো হন। এরপরই ফুল দিতে ওঠেন শিক্ষা উপমন্ত্রীর অনুসারীরা। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশের নেতৃত্বে এই পক্ষটি ফুল দেওয়ার সময় মিনারের নিচে দুই পক্ষের দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সেখান থেকে দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়। 

সংঘর্ষের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। শিক্ষা উপমন্ত্রীর অনুসারী আনোয়ার পলাশ, নাছির পক্ষের অনুসারীরা বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আগে থেকেই ওরা রামদা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছিল। পরিকল্পনা অনুযায়ী আমরা ফুল দিতে গেলে হামলা চালায়। তাঁদের হামলায় আমাদের জনি দাশ, এম এ মনির, নুর আলম ও এইচ এম জাহিদ নামের চার কর্মী আহত হয়েছেন।’ 

তবে সেই অভিযোগ নাকচ করে দিয়ে নাছির পক্ষের নেতা চিন্ময় ঘোষও একইভাবে বহিরাগতদের নিয়ে হামলার অভিযোগ করেছেন। তিনি বলেন, ওদের গ্রুপে কেউ মহসীন কলেজের শিক্ষার্থী ছিল না। কোনো কারণ ছাড়াই তাঁরা আমাদের এক ছোট ভাইকে থাপ্পড় দেয়। সেটির প্রতিবাদ করতে গেলে পরে হামলা চালিয়ে আমাদের ৫-৬ জনকে আহত করে।’ 

দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত হয়। এরপর দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কেউ আহত হয়েছে এমন খবর পাইনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত