নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আবাসিক হল খোলাকে কেন্দ্র করে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
শিক্ষার্থীদের দাবি, প্রশাসন হোস্টেল খোলার জন্য রাজি হয়েছে। কিন্তু ছাত্রদল হোস্টেল না খোলার জন্য চাপ দেয় প্রশাসনকে। এ জন্য প্রশাসন তালিকা প্রকাশ করেনি। গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তালিকা প্রকাশ করা হয়। সেটিকে কেন্দ্র করে ঝামেলা করছে ছাত্রদল। ছাত্রদলের ভয় ছাত্রাবাস চালু হলে শিবিরের কার্যক্রম চাঙা হবে। সেই ভয়ে হোস্টেল খুলতে দিচ্ছে না ছাত্রদল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৩টার দিকে বহিরাগত ছাত্রদলের নেতা কর্মীরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় তারা হোস্টেলের জানালা–দরজা ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
জানতে চাইলে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আবাসিক হল খোলা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বহিরাগত কেউ হোস্টেলে যাইনি। মারধরের ঘটনাও ঘটেনি।’
পুলিশের ডিসি নর্থ ফসসাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রাবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ চলছে। সেখানে আমাদের একটি দল আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’
আবাসিক হল খোলাকে কেন্দ্র করে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
শিক্ষার্থীদের দাবি, প্রশাসন হোস্টেল খোলার জন্য রাজি হয়েছে। কিন্তু ছাত্রদল হোস্টেল না খোলার জন্য চাপ দেয় প্রশাসনকে। এ জন্য প্রশাসন তালিকা প্রকাশ করেনি। গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তালিকা প্রকাশ করা হয়। সেটিকে কেন্দ্র করে ঝামেলা করছে ছাত্রদল। ছাত্রদলের ভয় ছাত্রাবাস চালু হলে শিবিরের কার্যক্রম চাঙা হবে। সেই ভয়ে হোস্টেল খুলতে দিচ্ছে না ছাত্রদল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৩টার দিকে বহিরাগত ছাত্রদলের নেতা কর্মীরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় তারা হোস্টেলের জানালা–দরজা ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
জানতে চাইলে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আবাসিক হল খোলা নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বহিরাগত কেউ হোস্টেলে যাইনি। মারধরের ঘটনাও ঘটেনি।’
পুলিশের ডিসি নর্থ ফসসাল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম পলিটেকনিকে ছাত্রাবাসে ওঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ চলছে। সেখানে আমাদের একটি দল আছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’
গাইবান্ধায় বোরো ধানে নেক ব্লাস্ট রোগের ভয়াবহ আক্রমণে দিশেহারা কৃষকেরা। কীটনাশকেও মিলছে না প্রতিকার, পাশে পাচ্ছেন না কৃষি কর্মকর্তাদের—ফলে চরম বিপর্যয়ের মুখে ফসল।
৪ মিনিট আগেমানবিক করিডরের নামে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত, চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং টার্মিনাল বিদেশিদের দেওয়া, কাতারকে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার প্রতিবাদে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ...
৮ মিনিট আগেনারীর প্রতি সমতা, মর্যাদা ও ন্যায়বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’। এ কর্মসূচিতে সংহতি জানিয়েছে ৫০টির বেশি প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, শ্রমিক ও পেশাজীবী সংগঠন। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের বিপরীতের সুপ্রশস্ত সড়কে
১০ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফ ধনুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৩ মিনিট আগে