Ajker Patrika

২২ বছর আগের অস্ত্র মামলায় চট্টগ্রামে একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ জুন ২০২৪, ২০: ৩১
২২ বছর আগের অস্ত্র মামলায় চট্টগ্রামে একজনের কারাদণ্ড

২২ বছর আগের অস্ত্র মামলায় চট্টগ্রামের আদালতে আবুল খায়ের (৫০) নামে এক ব্যক্তিকে ভিন্ন ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ মঞ্জুর হোসেন এ রায় দেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, অস্ত্র মামলায় আসামি আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৯ (এফ) ধারায় সাত বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

উভয় সাজা একসঙ্গে চলবে। আসামি পলাতক থাকায় রায় প্রদানের সময় অনুপস্থিত ছিলেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালে আবুল খায়েরের হেফাজত থেকে একটি পলিথিনের ব্যাগে মোড়ানো দুটি দেশে তৈরি এলজি ও ১০টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে ফটিকছড়ি থানা–পুলিশ। এ ঘটনায় থানার তৎকালীন এক উপপরিদর্শক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে ১০ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত