উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকন্যা ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় ক্যাম্পে দৈনন্দিন জীবনযাপন ও নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন রাজকন্যা। পরে তিনি উখিয়ার স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান। সেখানে তিনি দোভাষীর মাধ্যমে রোহিঙ্গা শিশু-যুবকদের সঙ্গে কথা বলেন।
৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল বশর (৫০) নামে এক রোহিঙ্গা জানান, ডেনমার্কের রাজকন্যা তাঁদের সঙ্গে কথা বলেছেন, শিশুদের সঙ্গে আনন্দ করেছেন। উনি আসাতে খুশি তাঁরা।
দুপুরে ৬ ও ৮ নম্বর ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন তিনি। সেখানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নিজেও রোপণ করেন গাছের চারা।
পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন ম্যারি, যেখানে ক্যাম্পের চলমান মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় ম্যারি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ডেনমার্কের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা বাংলাদেশকে ও সহযোগিতা করব তাঁদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য।’
রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সেখানে বাংলাদেশি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে তিন দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। আগামীকাল বুধবার সকালে হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকন্যা ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় ক্যাম্পে দৈনন্দিন জীবনযাপন ও নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন রাজকন্যা। পরে তিনি উখিয়ার স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান। সেখানে তিনি দোভাষীর মাধ্যমে রোহিঙ্গা শিশু-যুবকদের সঙ্গে কথা বলেন।
৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল বশর (৫০) নামে এক রোহিঙ্গা জানান, ডেনমার্কের রাজকন্যা তাঁদের সঙ্গে কথা বলেছেন, শিশুদের সঙ্গে আনন্দ করেছেন। উনি আসাতে খুশি তাঁরা।
দুপুরে ৬ ও ৮ নম্বর ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন তিনি। সেখানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নিজেও রোপণ করেন গাছের চারা।
পরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন ম্যারি, যেখানে ক্যাম্পের চলমান মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় ম্যারি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ডেনমার্কের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা বাংলাদেশকে ও সহযোগিতা করব তাঁদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য।’
রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সেখানে বাংলাদেশি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে তিন দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। আগামীকাল বুধবার সকালে হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে