নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর নিচ থেকে আরিফ কবির (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেডিসন ব্লু কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটির ২০ তলার ওপেন স্পেস থেকে হঠাৎ লাফ দেন ওই যুবক।
মৃত আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, আরিফ কবির নামের ওই যুবক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেডিসনে ঢোকেন। হোটেলটির ২০ তলা ওপেন স্পেস। সেখানে গিয়ে ওই যুবক নাশতার অর্ডার দেন। ধীরে ধীরে নাশতা করছিলেন তিনি। হঠাৎ ৮টা ৫০ মিনিটের দিকে নিচে লাফ দেন বলে রেডিসন কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর নাশতার বিল হয় ২ হাজার ৭০০ টাকা।
রেজাউল করিম বলেন, আরিফ সব খাবার শেষ করেননি। যে টেবিলে বসে খাবার খেয়েছিলেন, সেখানে কিছু খাবার রয়ে গেছে। উদ্ধারের পর চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ পরিদর্শক বলেন, `আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।'
রেডিসন ব্লুর হেড অব পাবলিক রিলেশন অফিসার রাফাত সালমান আজকের পত্রিকাকে বলেন, `উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কি না, সেটি পুলিশ খতিয়ে দেখবে। সোমবার রাতে এ রকম একটি ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেছে। বিস্তারিত আমরা প্রেস বিজ্ঞপ্তি আকারে জানাব।'
চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর নিচ থেকে আরিফ কবির (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেডিসন ব্লু কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটির ২০ তলার ওপেন স্পেস থেকে হঠাৎ লাফ দেন ওই যুবক।
মৃত আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, আরিফ কবির নামের ওই যুবক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেডিসনে ঢোকেন। হোটেলটির ২০ তলা ওপেন স্পেস। সেখানে গিয়ে ওই যুবক নাশতার অর্ডার দেন। ধীরে ধীরে নাশতা করছিলেন তিনি। হঠাৎ ৮টা ৫০ মিনিটের দিকে নিচে লাফ দেন বলে রেডিসন কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর নাশতার বিল হয় ২ হাজার ৭০০ টাকা।
রেজাউল করিম বলেন, আরিফ সব খাবার শেষ করেননি। যে টেবিলে বসে খাবার খেয়েছিলেন, সেখানে কিছু খাবার রয়ে গেছে। উদ্ধারের পর চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ পরিদর্শক বলেন, `আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।'
রেডিসন ব্লুর হেড অব পাবলিক রিলেশন অফিসার রাফাত সালমান আজকের পত্রিকাকে বলেন, `উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কি না, সেটি পুলিশ খতিয়ে দেখবে। সোমবার রাতে এ রকম একটি ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেছে। বিস্তারিত আমরা প্রেস বিজ্ঞপ্তি আকারে জানাব।'
ঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
২ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
৬ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
১২ মিনিট আগে