Ajker Patrika

রেডিসন ব্লুর ২০ তলা থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩: ৫০
রেডিসন ব্লুর ২০ তলা থেকে নিচে পড়ে যুবকের মৃত্যু 

চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর নিচ থেকে আরিফ কবির (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেডিসন ব্লু কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটির ২০ তলার ওপেন স্পেস থেকে হঠাৎ লাফ দেন ওই যুবক। 

মৃত আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে। 

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, আরিফ কবির নামের ওই যুবক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেডিসনে ঢোকেন। হোটেলটির ২০ তলা ওপেন স্পেস। সেখানে গিয়ে ওই যুবক নাশতার অর্ডার দেন। ধীরে ধীরে নাশতা করছিলেন তিনি। হঠাৎ ৮টা ৫০ মিনিটের দিকে নিচে লাফ দেন বলে রেডিসন কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর নাশতার বিল হয় ২ হাজার ৭০০ টাকা।

রেজাউল করিম বলেন, আরিফ সব খাবার শেষ করেননি। যে টেবিলে বসে খাবার খেয়েছিলেন, সেখানে কিছু খাবার রয়ে গেছে। উদ্ধারের পর চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এক প্রশ্নের জবাবে পুলিশ পরিদর্শক বলেন, `আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।'

রেডিসন ব্লুর হেড অব পাবলিক রিলেশন অফিসার রাফাত সালমান আজকের পত্রিকাকে বলেন, `উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কি না, সেটি পুলিশ খতিয়ে দেখবে। সোমবার রাতে এ রকম একটি ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেছে। বিস্তারিত আমরা প্রেস বিজ্ঞপ্তি আকারে জানাব।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত