নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর নিচ থেকে আরিফ কবির (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেডিসন ব্লু কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটির ২০ তলার ওপেন স্পেস থেকে হঠাৎ লাফ দেন ওই যুবক।
মৃত আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, আরিফ কবির নামের ওই যুবক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেডিসনে ঢোকেন। হোটেলটির ২০ তলা ওপেন স্পেস। সেখানে গিয়ে ওই যুবক নাশতার অর্ডার দেন। ধীরে ধীরে নাশতা করছিলেন তিনি। হঠাৎ ৮টা ৫০ মিনিটের দিকে নিচে লাফ দেন বলে রেডিসন কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর নাশতার বিল হয় ২ হাজার ৭০০ টাকা।
রেজাউল করিম বলেন, আরিফ সব খাবার শেষ করেননি। যে টেবিলে বসে খাবার খেয়েছিলেন, সেখানে কিছু খাবার রয়ে গেছে। উদ্ধারের পর চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ পরিদর্শক বলেন, `আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।'
রেডিসন ব্লুর হেড অব পাবলিক রিলেশন অফিসার রাফাত সালমান আজকের পত্রিকাকে বলেন, `উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কি না, সেটি পুলিশ খতিয়ে দেখবে। সোমবার রাতে এ রকম একটি ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেছে। বিস্তারিত আমরা প্রেস বিজ্ঞপ্তি আকারে জানাব।'
চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর নিচ থেকে আরিফ কবির (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেডিসন ব্লু কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটির ২০ তলার ওপেন স্পেস থেকে হঠাৎ লাফ দেন ওই যুবক।
মৃত আরিফ কবির ঢাকার মোহাম্মদপুর থানার তাজমহল রোডের এনামুল কবিরের ছেলে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, আরিফ কবির নামের ওই যুবক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রেডিসনে ঢোকেন। হোটেলটির ২০ তলা ওপেন স্পেস। সেখানে গিয়ে ওই যুবক নাশতার অর্ডার দেন। ধীরে ধীরে নাশতা করছিলেন তিনি। হঠাৎ ৮টা ৫০ মিনিটের দিকে নিচে লাফ দেন বলে রেডিসন কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর নাশতার বিল হয় ২ হাজার ৭০০ টাকা।
রেজাউল করিম বলেন, আরিফ সব খাবার শেষ করেননি। যে টেবিলে বসে খাবার খেয়েছিলেন, সেখানে কিছু খাবার রয়ে গেছে। উদ্ধারের পর চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এক প্রশ্নের জবাবে পুলিশ পরিদর্শক বলেন, `আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখব।'
রেডিসন ব্লুর হেড অব পাবলিক রিলেশন অফিসার রাফাত সালমান আজকের পত্রিকাকে বলেন, `উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন কি না, সেটি পুলিশ খতিয়ে দেখবে। সোমবার রাতে এ রকম একটি ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেছে। বিস্তারিত আমরা প্রেস বিজ্ঞপ্তি আকারে জানাব।'
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৬ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৬ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৯ ঘণ্টা আগে