নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে বিচারপ্রার্থী নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর এজলাসের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকু বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি এজলাসের বাইরে ঘটেছিল। হুড়োহুড়ির আওয়াজ শুনে আমরা এজলাসের বাইরে গিয়ে দেখি সেখানে এক নারী নিচে পড়ে আছেন। পরে উপস্থিত লোকজনের কাছে জানতে পারি আতাউর রহমান নামে একজন আইনজীবীর কোর্ট ধরে টানা-হিঁচড়া করছিলেন ওই নারী। এ সময় ওই আইনজীবী নাকি হাতের কনুই দিয়ে ওই নারীকে ঘাই মারে। এতে তিনি নিচে পড়ে যান।’
ঘটনাটি জানার পর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর আদালত বিষয়টি সমাধানের জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতিকে নির্দেশ দিয়েছেন বলেও জানান পিপি জিকু বড়ুয়া।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মারধরের ঘটনার বিষয়ে পরে সমাধান করে দেওয়া হয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ ও আদালতের কর্মরত কয়েকজন বলেন, ট্রাইব্যুনালের কোর্ট চলাকালীন এজলাসের বাইরে ওই আইনজীবী এক নারীকে বেধড়ক মারধর ও একপর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। এতে ওই নারীর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় এক পুলিশ এগিয়ে গেলে তাঁকেও মারতে উদ্যত হন ওই আইনজীবী।
পরে ওই নারী মুমূর্ষু অবস্থায় নিচে পড়ে থাকেন। এ সময় অন্যান্য আইনজীবীরা তাঁকে উদ্ধার করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আপসে মীমাংসা করে দেন সমিতির নেতারা।
তবে কী ঘটনায় ওই নারীকে মারধর করা হয়েছে তা তাঁরা জানাতে পারেননি। এ ছাড়া ওই নারীর পরিচয় জানা যায়নি। অভিযুক্ত আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মীমাংসা করা হয়েছে—এ নিয়ে আদালত সংশ্লিষ্টরা ক্ষোভ জানিয়েছেন।
চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে বিচারপ্রার্থী নারীকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর এজলাসের সামনে এ ঘটনা ঘটে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকু বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি এজলাসের বাইরে ঘটেছিল। হুড়োহুড়ির আওয়াজ শুনে আমরা এজলাসের বাইরে গিয়ে দেখি সেখানে এক নারী নিচে পড়ে আছেন। পরে উপস্থিত লোকজনের কাছে জানতে পারি আতাউর রহমান নামে একজন আইনজীবীর কোর্ট ধরে টানা-হিঁচড়া করছিলেন ওই নারী। এ সময় ওই আইনজীবী নাকি হাতের কনুই দিয়ে ওই নারীকে ঘাই মারে। এতে তিনি নিচে পড়ে যান।’
ঘটনাটি জানার পর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর আদালত বিষয়টি সমাধানের জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতিকে নির্দেশ দিয়েছেন বলেও জানান পিপি জিকু বড়ুয়া।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মারধরের ঘটনার বিষয়ে পরে সমাধান করে দেওয়া হয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ ও আদালতের কর্মরত কয়েকজন বলেন, ট্রাইব্যুনালের কোর্ট চলাকালীন এজলাসের বাইরে ওই আইনজীবী এক নারীকে বেধড়ক মারধর ও একপর্যায়ে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। এতে ওই নারীর নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় এক পুলিশ এগিয়ে গেলে তাঁকেও মারতে উদ্যত হন ওই আইনজীবী।
পরে ওই নারী মুমূর্ষু অবস্থায় নিচে পড়ে থাকেন। এ সময় অন্যান্য আইনজীবীরা তাঁকে উদ্ধার করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে আপসে মীমাংসা করে দেন সমিতির নেতারা।
তবে কী ঘটনায় ওই নারীকে মারধর করা হয়েছে তা তাঁরা জানাতে পারেননি। এ ছাড়া ওই নারীর পরিচয় জানা যায়নি। অভিযুক্ত আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো মীমাংসা করা হয়েছে—এ নিয়ে আদালত সংশ্লিষ্টরা ক্ষোভ জানিয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে অজ্ঞাতপরিচয় (৪০) অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত একটি জাহাজভাঙা কারখানার পাশ থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেমাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে দ্রুতগামী পিকআপের সংঘর্ষে পাঁচ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরও দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে নগরের আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
১ ঘণ্টা আগে