কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আগামীকাল বুধবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে পর্যটক যাতায়াতের জন্য প্রায় ছয় মাস পর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমদের নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সহসভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাফ নদীর নাব্যতা সংকটের কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল। এ বছর মৌসুমের শুরুতেই জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় পর্যটন শিল্পে চাঙা ভাব ফিরে আসবে।
অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যালের আয়োজন রয়েছে। এ সময়ে পড়েছে তিন দিনের সরকারি ছুটি। তিন দিনের ছুটিতে লাখো পর্যটক কক্সবাজার বেড়াতে আসবেন। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, পর্যবেক্ষক দলটি দুই পাড়ের জেটিঘাট, নাফ নদীর নাব্যতাসহ নানা দিক খতিয়ে দেখেছে। এর আগে চলতি বছরের ২০ মার্চের পর এই পথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
পর্যবেক্ষণ দলে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব রায়হান উদ্দিন আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা, ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম প্রমুখ।
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আগামীকাল বুধবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে পর্যটক যাতায়াতের জন্য প্রায় ছয় মাস পর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমদের নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সহসভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাফ নদীর নাব্যতা সংকটের কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল। এ বছর মৌসুমের শুরুতেই জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় পর্যটন শিল্পে চাঙা ভাব ফিরে আসবে।
অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যালের আয়োজন রয়েছে। এ সময়ে পড়েছে তিন দিনের সরকারি ছুটি। তিন দিনের ছুটিতে লাখো পর্যটক কক্সবাজার বেড়াতে আসবেন। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, পর্যবেক্ষক দলটি দুই পাড়ের জেটিঘাট, নাফ নদীর নাব্যতাসহ নানা দিক খতিয়ে দেখেছে। এর আগে চলতি বছরের ২০ মার্চের পর এই পথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
পর্যবেক্ষণ দলে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব রায়হান উদ্দিন আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা, ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে