ফায়সাল করিম, চট্টগ্রাম
কোরবানির আগে গরুর দাম যাচাইয়ে বাজারে আসেন অনেক ক্রেতাই। এই হাট সেই হাট ঘুরে তাঁরা আগেভাগে যাচাই করেন কোরবানির পশুর দাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বিবিরহাট গরুর বাজার ভরপুর ছিল এমনই অনেক সম্ভাব্য ক্রেতায়। তাঁদেরই একজন ব্যাংক কর্মচারী মো. আলম। থাকেন বিবিরহাট কাঁচাবাজারের আগে মোহাম্মদপুরের ২ নম্বর গেটের একটি আবাসিক এলাকায়। বাজারের অবস্থা জানতে চাইতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বললেন, ‘এবার তো অবস্তা বালা ন, গরুর বউত দাম দেহির, কিন্নুম ক্যানে!’
কথায় কথায় তিনি জানালেন, প্রতিবছর দুই খালাতো ভাইয়ের সঙ্গে ভাগে কোরবানি দেন। এবারে গরু কিনতে বরাদ্দ ১০ হাজার টাকা বাড়ালেও শেষমেশ এই দামে গরু পাবেন কি না, তা নিয়ে আছেন দুশ্চিন্তায়।
বহদ্দারহাটের ব্যবসায়ী ইউনুচ গণি এসেছেন ভাইকে নিয়ে। গরুর দাম কেমন জিজ্ঞেস করতেই হতাশা মেশানো কণ্ঠে বললেন, ‘গতবার প্রথম দিকেও গরুর দাম এমন ছিল না। বাজার ঘুরে ছোট গরুর দাম গতবারের চেয়ে ৩০–৪০ হাজার টাকা আর বড় গরু ২০–৩০ হাজার টাকা বাড়তি মনে হচ্ছে।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে বিবিরহাটে গরু নিয়ে এসেছেন আল আমিন নামের গরু ব্যবসায়ী। গরুর দাম বেশি কেন জিজ্ঞেস করতেই জানালেন, এবার গরুর খাবার থেকে শুরু করে চট্টগ্রামে আনার ট্রাক ভাড়া পর্যন্ত সবকিছুতেই বাড়তি খরচ হচ্ছে। তাই গরুর দাম না বাড়িয়ে উপায় নেই।
সাগরিকা গরু বাজারের ইজারাদার মো. শাহেদ বলেন, এখনো অনেক পশু আসা বাকি। তা ছাড়া ক্রেতারাও এখনো পুরোদমে গরু কেনা শুরু করেননি। তাই দামটাও হয়তো এখন বেশি বলছে। তবে আশা করি পুরোদমে যখন বেচাকেনা শুরু হবে, তখন গরুর দাম নাগালের মধ্যেই আসবে।
নগরীর বিশ্বকলোনি থেকে সাগরিকা বাজারে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী সিয়াম বিল্লাহ। কিনেছেন ১ লাখ ৫০ হাজার টাকায় একটি দেশি জাতের গরু। তিনি বলেন, এবার সম্ভবত ভারতীয় গরু না আসায় গরুর দাম বেশি হাঁকছে। এবার করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বারবার হাটে আসা যাবে না। তাই ভিড় এড়াতে আগেভাগেই একটু বেশি দামেই নিয়ে নিলাম।’ গতবার একই ধরনের গরু ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছিলেন বলে জানালেন তিনি।
গরুর দামের বিষয়টি জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আশরাফুল আলম খান বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন খরচ বাড়ে। তাই হয়তো গরুর দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে। করোনার কারণে শুরু থেকেই আমাদের সাজেশন ছিল ক্রেতারা যেন অনলাইন বা খামার থেকে গরু কেনেন।’
কোরবানির আগে গরুর দাম যাচাইয়ে বাজারে আসেন অনেক ক্রেতাই। এই হাট সেই হাট ঘুরে তাঁরা আগেভাগে যাচাই করেন কোরবানির পশুর দাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বিবিরহাট গরুর বাজার ভরপুর ছিল এমনই অনেক সম্ভাব্য ক্রেতায়। তাঁদেরই একজন ব্যাংক কর্মচারী মো. আলম। থাকেন বিবিরহাট কাঁচাবাজারের আগে মোহাম্মদপুরের ২ নম্বর গেটের একটি আবাসিক এলাকায়। বাজারের অবস্থা জানতে চাইতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বললেন, ‘এবার তো অবস্তা বালা ন, গরুর বউত দাম দেহির, কিন্নুম ক্যানে!’
কথায় কথায় তিনি জানালেন, প্রতিবছর দুই খালাতো ভাইয়ের সঙ্গে ভাগে কোরবানি দেন। এবারে গরু কিনতে বরাদ্দ ১০ হাজার টাকা বাড়ালেও শেষমেশ এই দামে গরু পাবেন কি না, তা নিয়ে আছেন দুশ্চিন্তায়।
বহদ্দারহাটের ব্যবসায়ী ইউনুচ গণি এসেছেন ভাইকে নিয়ে। গরুর দাম কেমন জিজ্ঞেস করতেই হতাশা মেশানো কণ্ঠে বললেন, ‘গতবার প্রথম দিকেও গরুর দাম এমন ছিল না। বাজার ঘুরে ছোট গরুর দাম গতবারের চেয়ে ৩০–৪০ হাজার টাকা আর বড় গরু ২০–৩০ হাজার টাকা বাড়তি মনে হচ্ছে।’
চাঁপাইনবাবগঞ্জ থেকে বিবিরহাটে গরু নিয়ে এসেছেন আল আমিন নামের গরু ব্যবসায়ী। গরুর দাম বেশি কেন জিজ্ঞেস করতেই জানালেন, এবার গরুর খাবার থেকে শুরু করে চট্টগ্রামে আনার ট্রাক ভাড়া পর্যন্ত সবকিছুতেই বাড়তি খরচ হচ্ছে। তাই গরুর দাম না বাড়িয়ে উপায় নেই।
সাগরিকা গরু বাজারের ইজারাদার মো. শাহেদ বলেন, এখনো অনেক পশু আসা বাকি। তা ছাড়া ক্রেতারাও এখনো পুরোদমে গরু কেনা শুরু করেননি। তাই দামটাও হয়তো এখন বেশি বলছে। তবে আশা করি পুরোদমে যখন বেচাকেনা শুরু হবে, তখন গরুর দাম নাগালের মধ্যেই আসবে।
নগরীর বিশ্বকলোনি থেকে সাগরিকা বাজারে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী সিয়াম বিল্লাহ। কিনেছেন ১ লাখ ৫০ হাজার টাকায় একটি দেশি জাতের গরু। তিনি বলেন, এবার সম্ভবত ভারতীয় গরু না আসায় গরুর দাম বেশি হাঁকছে। এবার করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বারবার হাটে আসা যাবে না। তাই ভিড় এড়াতে আগেভাগেই একটু বেশি দামেই নিয়ে নিলাম।’ গতবার একই ধরনের গরু ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছিলেন বলে জানালেন তিনি।
গরুর দামের বিষয়টি জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আশরাফুল আলম খান বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন খরচ বাড়ে। তাই হয়তো গরুর দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে। করোনার কারণে শুরু থেকেই আমাদের সাজেশন ছিল ক্রেতারা যেন অনলাইন বা খামার থেকে গরু কেনেন।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৯ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৮ মিনিট আগে