Ajker Patrika

ভারত থেকে চুক্তির বাকি টিকা শিগগিরই পাবে বাংলাদেশ : দোরাই স্বামী

প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১১: ২৩
ভারত থেকে চুক্তির বাকি টিকা শিগগিরই পাবে বাংলাদেশ : দোরাই স্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী বলেছেন, বাংলাদেশের সঙ্গে করা চুক্তি অনুযায়ী বাকি টিকা খুব শিগগির কীভাবে দেওয়া যায় সে চেষ্টা চলছে। আজ রোববার সকাল ৮টায় আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন। তিনি বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতের উৎপাদিত টিকা বাংলাদেশকে সরবরাহ করা হবে। এ বিষয়ে আলোচনা করতেই দেশে যাচ্ছি।’

এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে প্রকল্পের কাজ দ্রুততার সঙ্গে শেষ করে চলতি বছরের ডিসেম্বরে এই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সস্ত্রীক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী সকালে আখাউড়া ইমিগ্রেশনে পৌঁছান। এ সময় চেকপোস্টে তাঁকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত