লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কাউছার আহমেদ মিলন (৬০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। তদন্ত কমিটি গঠনের বিষয়টি আজ শনিবার দুপুরে নিশ্চিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।
হাসিবুর রহমান বলেন, জামায়াত নেতার মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান হারুন ও যুগ্ম আহ্বায়ক কাজী মোফাজ্জল হোসেন রনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাঁদের তদন্তের কাজ শেষ করতে বলা হয়েছে।
নিহত কাউছার আহমেদ সদর উপজেলার রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যার ছেলে। তিনি বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
নিহতের পরিবার ও জামায়াতের নেতা-কর্মীরা কাউছারের মৃত্যুর ঘটনায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজনকে দোষারোপ করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় একটি ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। ঘটনাটি রাজনৈতিক নয়।
নিহতের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার (৫ জুন) সকালে একই এলাকার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রিয়াজ হোসেন বাবলু ও সোহাগদের সঙ্গে মারামারি হয় জামায়াত নেতা কাউছারের ভাই আলতাফ হোসেন আরজুর। ঘটনার সময় কাউছারসহ তাঁর পরিবারের চারজন আহত হন। পরে তাঁরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। এরপর বিকেলে কাউছার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। স্বজনদের দাবি, রিয়াজসহ অন্যদের মারধরের কারণে কাউছার মারা গেছেন। স্থানীয়রা বলছেন, দেড় মাস আগে এলাকায় একটি টিউবওয়েল চুরিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তবে কী কারণে ওই ব্যক্তি মারা গেছেন, তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘কাউছারের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলা রুজি করা হবে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
লক্ষ্মীপুরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কাউছার আহমেদ মিলন (৬০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। তদন্ত কমিটি গঠনের বিষয়টি আজ শনিবার দুপুরে নিশ্চিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।
হাসিবুর রহমান বলেন, জামায়াত নেতার মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান হারুন ও যুগ্ম আহ্বায়ক কাজী মোফাজ্জল হোসেন রনিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাঁদের তদন্তের কাজ শেষ করতে বলা হয়েছে।
নিহত কাউছার আহমেদ সদর উপজেলার রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যার ছেলে। তিনি বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
নিহতের পরিবার ও জামায়াতের নেতা-কর্মীরা কাউছারের মৃত্যুর ঘটনায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজনকে দোষারোপ করেছেন। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় একটি ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। ঘটনাটি রাজনৈতিক নয়।
নিহতের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার (৫ জুন) সকালে একই এলাকার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রিয়াজ হোসেন বাবলু ও সোহাগদের সঙ্গে মারামারি হয় জামায়াত নেতা কাউছারের ভাই আলতাফ হোসেন আরজুর। ঘটনার সময় কাউছারসহ তাঁর পরিবারের চারজন আহত হন। পরে তাঁরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। এরপর বিকেলে কাউছার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। স্বজনদের দাবি, রিয়াজসহ অন্যদের মারধরের কারণে কাউছার মারা গেছেন। স্থানীয়রা বলছেন, দেড় মাস আগে এলাকায় একটি টিউবওয়েল চুরিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। তবে কী কারণে ওই ব্যক্তি মারা গেছেন, তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘কাউছারের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলা রুজি করা হবে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩৫ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে