Ajker Patrika

রেজু খাল থেকে তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রেজু খাল থেকে তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রেজু খালের মোহনা থেকে ভাসমান অবস্থায় আয়েশা বেগম (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

মৃত আয়েশা বেগম জালিয়াপালং ইউনিয়নের ঝাউবাগান এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। 

জানা যায়, আজ সকাল ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার রেজু খালের মোহনায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতের পরিচয় নিশ্চিত করেন তাঁর মামা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

আয়েশা বেগমের মামা বলেন, ‘গতকাল রোববার বিকেলে আমার ভাগনির শ্বশুর ফজল মোবাইলে জানান যে আয়েশা বাড়ি থেকে বের হয়ে গেছে। আজ সকালে খবর পেয়ে এখানে আসি। কীভাবে কি হলো তা বুঝতে পারছি না।’ 

ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলিউর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে খাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরনে ছিল সালোয়ার-কামিজ। তবে আত্মহত্যা নাকি খুন তা বোঝা যাচ্ছে না। রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে। 

অলিউর রহমান আরও বলেন, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত