Ajker Patrika

৩০ বছর পর কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১: ৩১
৩০ বছর পর কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন

৩০ বছর পর কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলনে কমিটি ছাড়াই কাউন্সিল অধিবেশন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতারা জানিয়ে দেন, কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। 

পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ। 

বিকেলে সম্মেলন শেষে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী হন। অধিবেশনে প্রার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। পরে কেন্দ্রীয় নেতারা জানান, পৌর যুবলীগের কমিটি কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিল অধিবেশনে প্রার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়নি।’

উল্লেখ্য, কক্সবাজার পৌর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৩ সালে। দীর্ঘ ৩০ বছর পর সম্মেলন হলেও কমিটি না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত