নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর মাইজদীতে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মাহমুদুল হাসানকে মারধর করেছেন স্থানীয় বেসরকারি ‘প্রাইম হসপিটাল’-এর চেয়ারম্যান শামিমা জাহান সুইটি। গতকাল রোববার বিকেলে মাইজদী হাসপাতাল সড়কের একটি ফার্মেসিতে তাঁকে মারধর করা হয়। মারধরের একটি ভিডিও ফুটেজ আজ সোমবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মারধরের শিকার মাওলানা হাফেজ মাহমুদুল হাসান মাইজদীর হাজী নূর ইসলাম মসজিদের ইমাম। এর আগে গতকাল সুইটির স্বামী ও প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমানও তাঁকে মারধর করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, শামিমা জাহান সুইটি ফার্মেসিতে ঢুকে প্রথমে ইমাম মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে সুইটি ধীরে ধীরে ইমামের কাছে গিয়ে তাঁকে মারধর শুরু করেন। মারধর করতে করতে তাঁকে ফার্মেসির ভেতরে নিয়ে যান সুইটি।
জানা গেছে, গতকাল সকালে স্থানীয় হাজী নূর ইসলাম মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসান মসজিদ পরিষ্কার করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর গায়ে ধুলো পড়ার অভিযোগে ইমামকে গালমন্দ করার পর একপর্যায়ে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা তাঁকে ছাড়িয়ে নেন।
ওই ঘটনার পর বিকেলে মাহাবুবুর রহমানের স্ত্রী প্রাইম হসপিটালের চেয়ারম্যান শামিমা জাহান সুইটি হাসপাতালের সামনের ফার্মেসিতে পেয়ে মাহমুদুল হাসানকে আবার মারধর করেন।
এ বিষয়ে জানতে শামিমা জাহান সুইটি এবং তাঁর স্বামী মাহাবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা রিসিভ করেননি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, নির্যাতনের শিকার ইমামকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ভুক্তভোগী মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নোয়াখালী কওমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত আজকের পত্রিকাকে জানান, ইমামকে মারধরের ঘটনায় আজ সোমবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পরে থানায় সবার উপস্থিতিতে অভিযুক্ত স্বামী-স্ত্রী দুজনই ক্ষমা চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মাওলানা মাহমুদুল হাসান তাঁদের ক্ষমা করে দিয়েছেন।
নোয়াখালীর মাইজদীতে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মাহমুদুল হাসানকে মারধর করেছেন স্থানীয় বেসরকারি ‘প্রাইম হসপিটাল’-এর চেয়ারম্যান শামিমা জাহান সুইটি। গতকাল রোববার বিকেলে মাইজদী হাসপাতাল সড়কের একটি ফার্মেসিতে তাঁকে মারধর করা হয়। মারধরের একটি ভিডিও ফুটেজ আজ সোমবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
মারধরের শিকার মাওলানা হাফেজ মাহমুদুল হাসান মাইজদীর হাজী নূর ইসলাম মসজিদের ইমাম। এর আগে গতকাল সুইটির স্বামী ও প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমানও তাঁকে মারধর করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, শামিমা জাহান সুইটি ফার্মেসিতে ঢুকে প্রথমে ইমাম মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে সুইটি ধীরে ধীরে ইমামের কাছে গিয়ে তাঁকে মারধর শুরু করেন। মারধর করতে করতে তাঁকে ফার্মেসির ভেতরে নিয়ে যান সুইটি।
জানা গেছে, গতকাল সকালে স্থানীয় হাজী নূর ইসলাম মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসান মসজিদ পরিষ্কার করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর গায়ে ধুলো পড়ার অভিযোগে ইমামকে গালমন্দ করার পর একপর্যায়ে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা তাঁকে ছাড়িয়ে নেন।
ওই ঘটনার পর বিকেলে মাহাবুবুর রহমানের স্ত্রী প্রাইম হসপিটালের চেয়ারম্যান শামিমা জাহান সুইটি হাসপাতালের সামনের ফার্মেসিতে পেয়ে মাহমুদুল হাসানকে আবার মারধর করেন।
এ বিষয়ে জানতে শামিমা জাহান সুইটি এবং তাঁর স্বামী মাহাবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা রিসিভ করেননি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, নির্যাতনের শিকার ইমামকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ভুক্তভোগী মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নোয়াখালী কওমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত আজকের পত্রিকাকে জানান, ইমামকে মারধরের ঘটনায় আজ সোমবার থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পরে থানায় সবার উপস্থিতিতে অভিযুক্ত স্বামী-স্ত্রী দুজনই ক্ষমা চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মাওলানা মাহমুদুল হাসান তাঁদের ক্ষমা করে দিয়েছেন।
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ পাঁচজন আহত হন। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে মেরাইপাড়াসংলগ্ন পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে ‘একঘরে’ করে রাখা এক দিনমজুর আব্দুল জলিল প্রামাণিককে মারধর করা হয়েছে। এতে তাঁর বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়। তবে এজাহারে একঘরে করে রাখার বিষয়টি উল্লেখ নেই।
১১ মিনিট আগেজুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে নির্বাচনের দিকে এগোনো সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৩১ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের একই স্থানে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি মোটরসাইকেল। আজ বুধবার বিকেল ৫টার দিকে চরএলাহী বাজারে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে