Ajker Patrika

চাটখিলে পানিতে ডুবে বিসিএস ক্যাডারের মৃত্যু

চাটখিল ও নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২২, ১৯: ১৩
চাটখিলে পানিতে ডুবে বিসিএস ক্যাডারের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে একজন বিএসএস ক্যাডার মারা গেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মল্লিকা দিঘিতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক মাছুম (৩৫)। তিনি উপজেলার ২ নম্বর রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। চট্টগ্রামে কর বিভাগের উপ-কর কমিশনার কর্মকর্তা কর্মরত ছিলেন এই বিসিএস ক্যাডার। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রায় ৪ ঘণ্টা খোঁজাখুঁজি করে তাঁর মরদেহ উদ্ধার করে চাটখিল ফায়ার সার্ভিস ও নোয়াখালী জেলা ডুবুরি দল

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ওমর ফারুক মাসুম তাঁর বন্ধু আবু দাওদ, মনিরুল ইসলাম, লিটন চন্দ্র সূত্র ধর, মোরশেদ ইকবাল, পায়েল মজুমদার ও আশরাফ হোসেন রতনসহ মল্লিকা দিঘীতে গোসল করতে নামেন। পরে তাঁরা সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। সেখানে ছয় বন্ধু সাঁতরিয়ে কূলে ফিরলেও ওমর ফারুক দিঘীর মাঝখান থেকে আর ফিরতে পারেননি।

খবর পেয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও চাটখিল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দিঘীতে উদ্ধার অভিযান করে। এরপর বিকেল সোয়া ৫টার দিকে ফারুকের মরদেহ উদ্ধার করে তাঁরা।

এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত