Ajker Patrika

তিতাসের কড়িকান্দি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন মুরাদ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসের কড়িকান্দি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন মুরাদ

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিতাস উপজেলার ৪ নম্বর কড়িকান্দি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ। 

আজ বৃহস্পতিবার সকাল দশটায় রিটার্নিং কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া যাচাই-বাছাই শেষে ইউনিয়ন চেয়ারম্যান পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাইফুল আলম মুরাদকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে গণবিজ্ঞপ্তি জারি করেন। এ সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম মুরাদের হাতে গণবিজ্ঞপ্তির পত্রটি তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মদ মোমিনুর জাহান বলেন কড়িকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদ বাদে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যসহ বাকি ৮টি ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ২৮৫ জন ও সংরক্ষিত সদস্য পদে (মহিলা) ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত