Ajker Patrika

তিতাসে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের রসিদ ছিনতাই চেষ্টা ও মারধরের অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২: ২৭
তিতাসে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের রসিদ ছিনতাই চেষ্টা ও মারধরের অভিযোগ

তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাসহ একাধিক জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে একজন মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর রসিদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার ২ নম্বর জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মাওলা আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ মনোনয়ন ফরম জমা দেন। জমা দেওয়ার শেষ দিনে ভাতিজা এরশাদ জাহানকে (৩৮) মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য উপজেলায় পাঠান তিনি। এরশাদ জাহান মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত জমার রিসিট ছিনিয়ে নেওয়া চেষ্টা করে এবং তাঁকে মারধর করে। 

এরশাদ জাহান বলেন, ‘দুপুর আনুমানিক ২টায় আমি মনোনয়ন জমা দিয়ে বের হওয়ার সময় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমানের ছেলে জনি ও তাঁর সহযোগী রঞ্জুসহ ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত আমাকে কিল ঘুষি মেরে টানা হিঁচড়া করে মারধর করে এবং আমার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। পরে এস আই বিল্লাল আমাকে উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।’

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মজিবুর রহমানের ছেলে জনি বলেন, ‘কে বা কারা হামলা করছে আমি কিছুই জানি না, এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।’ 

তিতাস থানার উপপরিদর্শক বিল্লাল বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে এরশাদ জাহানকে উদ্ধার করতে বের হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা থেকে আহত অবস্থায় উদ্ধার করি। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মাত মোমিনুর জাহান বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত