Ajker Patrika

আমি শিক্ষা ও স্বাস্থ্যখাতের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে: পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আমি শিক্ষা ও স্বাস্থ্যখাতের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে: পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমি ব্যক্তিগতভাবে শিক্ষা ও স্বাস্থ্যখাতের বাণিজ্যিকীকরণের বিপক্ষে। ইউরোপের বিভিন্ন দেশে ক্যাপিটালিজম আছে। কিন্তু সেখানকার প্রত্যেক রাষ্ট্রে মানুষ খুবই সহজমূল্যে স্বাস্থ্যসেবা পায়। 

আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু মেজবান হলে নবনির্মিত সাজিনাজ হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতালে অপেক্ষাকৃত কম সামর্থ্যবান রোগীর জন্য কম মূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে প্রত্যাশা করি। হাসপাতালটি এমন কিছু সেবা দিবে যা অন্যদের থেকে আলাদা হিসেবে বিবেচিত হবে। 

এ সময় রোগীদের প্রতি আন্তরিক হওয়ার জন্যও তাগিদ দেন মন্ত্রী। চট্টগ্রাম নগরীর বায়েজীদ লিংক রোড এলাকায় এ হাসপাতাল গড়ে তোলা হয়েছে।  

সাজিনাজ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান  মো. শফিকুল ইসলামের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আব্দুচ ছালাম, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী খান, দৈনিক পূর্বকোণের নির্বাহী সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী। দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম চেম্বার কমার্সের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, লায়ন গভর্নর এম.বি.এম মহিউদ্দিন চৌধুরী, লায়ন গভর্নর ইলেক্ট কোহিনুর কামাল, লায়ন আইপিডিজি শেখ সামছুদ্দিন আহমেদ সিদ্দিকী। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সাজিনাজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। 

সভাপতির বক্তব্যে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি হাসপাতাল গড়ে তুলে জনকল্যাণে কাজ করার। হাসপাতালটির আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। স্বল্প মূল্য সর্বোচ্চ চিকিৎসা সেব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের আধুনিক চিকিৎসা পাওয়া যাবে হাসপাতালটিতে। এখানে বসানো হয়েছে ৪ডি কালার ডপলার আলট্রাসনোগ্রাফি, ৪ডি কালার ডপলার ইকো—কার্ডিওগ্রাফি, ভিডিও কালার এন্ডোসকপি, কলোনোস্কপি, ডিজিটাল এক্স—রে, ইসিজি অটো অ্যানালাইজার, সেল কাউন্টার মেশিন, ইলেকট্রোলাইট, হরমোনাল অ্যাসে, ক্লিনিক্যালকেমিস্ট্রি, প্যাথলজি ও ইমিউনোলজি, সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সুবিধা। পাশাপাশি চালু হয়েছে আইসিইউ ও এনআইসিইউ ইউনিট। শনিবার ২৫০ শয্যার এ হাসপাতালটির যাত্রা শুরু হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত