মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহে ইংরেজি রচনা প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার সানিয়া। এতে খুশি হয়ে তাকে জাপানে শিক্ষাসফরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সানিয়া মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের (ইংরেজি ভার্সন) অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু ছাইদের মেয়ে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ ইংরেজি রচনা প্রতিযোগিতায় দেশের ৯ বিভাগের ৯ জন ও ঢাকা মেট্রো অঞ্চল থেকে ১ জনসহ মোট ১০ জন বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তাদের মধ্যে ইংরেজি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যসহ ইংরেজি বিভাগের বিশিষ্ট দুই অধ্যাপক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় দেশসেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় সানিয়াকে ২১ মে জাতীয় টিচার্স ট্রেনিং কলেজে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
সানিয়ার কৃতিত্বে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস অভিনন্দন জানান। তিনি সানিয়াকে একজন অভিভাবকসহ এ বছর জাপানে শিক্ষাসফরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার লেখাপড়ার সুবিধার্থে একটি ল্যাপটপ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সানিয়ার কৃতিত্ব অর্জনে কেএফটি কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবর মো. সেলিম, রেক্টর জাকির হোসেন কামাল, শিক্ষকসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস।
কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর জাকির হোসেন কামাল বলেন, ‘সানিয়ার সাফল্যে আমরা গর্বিত। প্রতিষ্ঠানের বয়স সবেমাত্র তিন বছর চলছে। আমাদের আরও প্রতিভাবান শিক্ষার্থী আছে, যারা ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন করে মতলবের মুখ উজ্জ্বল করবে বলে আশা করি। লেখাপড়ার পাশাপাশি তাদের বিভিন্ন ক্ষেত্রে তৈরি করতে কাজ করছি।’
জাপানে শিক্ষাসফরে যাওয়ার বিষয়ে সামিয়া বলে, ‘সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
জাতীয় শিক্ষা সপ্তাহে ইংরেজি রচনা প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার সানিয়া। এতে খুশি হয়ে তাকে জাপানে শিক্ষাসফরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সানিয়া মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের (ইংরেজি ভার্সন) অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু ছাইদের মেয়ে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ ইংরেজি রচনা প্রতিযোগিতায় দেশের ৯ বিভাগের ৯ জন ও ঢাকা মেট্রো অঞ্চল থেকে ১ জনসহ মোট ১০ জন বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। তাদের মধ্যে ইংরেজি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যসহ ইংরেজি বিভাগের বিশিষ্ট দুই অধ্যাপক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় দেশসেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় সানিয়াকে ২১ মে জাতীয় টিচার্স ট্রেনিং কলেজে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
সানিয়ার কৃতিত্বে কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস অভিনন্দন জানান। তিনি সানিয়াকে একজন অভিভাবকসহ এ বছর জাপানে শিক্ষাসফরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার লেখাপড়ার সুবিধার্থে একটি ল্যাপটপ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সানিয়ার কৃতিত্ব অর্জনে কেএফটি কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবর মো. সেলিম, রেক্টর জাকির হোসেন কামাল, শিক্ষকসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস।
কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর জাকির হোসেন কামাল বলেন, ‘সানিয়ার সাফল্যে আমরা গর্বিত। প্রতিষ্ঠানের বয়স সবেমাত্র তিন বছর চলছে। আমাদের আরও প্রতিভাবান শিক্ষার্থী আছে, যারা ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন করে মতলবের মুখ উজ্জ্বল করবে বলে আশা করি। লেখাপড়ার পাশাপাশি তাদের বিভিন্ন ক্ষেত্রে তৈরি করতে কাজ করছি।’
জাপানে শিক্ষাসফরে যাওয়ার বিষয়ে সামিয়া বলে, ‘সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
২৮ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে