মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার
ঈদুল ফিতরের লম্বা ছুটির পর এবার ঈদুল আজহায়ও ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। লম্বা ছুটি মানে দেশের ভ্রমণপিপাসু নাগরিকেরা ঈদের আনুষ্ঠানিকতা শেষ করে বেড়াতে বের হন। ফলে বরাবরের মতো এবারও বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকেরা ভিড় করবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পর্যটকদের ভিড় সামলানো ও ভ্রমণ নির্বিঘ্ন করতে এর মধ্যে জেলা প্রশাসন ও পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, দেশের ইতিহাসে ১০ দিনের টানা ছুটির খুব একটা নজির নেই। এ বছর ঈদুল ফিতরে ৯ দিন সরকারি ছুটি ছিল। ঈদুল ফিতরের ওই ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকত ও বিনোদনকেন্দ্রগুলোতে কমপক্ষে ১৩ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। ঈদুল আজহার লম্বা ছুটিতেও দেশ-বিদেশের পর্যটকেরা এখানে ছুটে আসবেন।
পবিত্র ঈদুল আজহা উদ্যাপনে কক্সবাজার জেলা প্রশাসনের উদোগে গতকাল মঙ্গলবার প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় ঈদের ছুটিতে যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলো যাতে অতিরিক্ত রুম ভাড়া না নেয় এবং রেস্তোরাঁয় খাবারের মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘পবিত্র ঈদুল আজহার ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। পর্যটকেরা ভ্রমণে এসে যাতে হয়রানি ও ভোগান্তির শিকার না হন, তার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবেন।
হোটেল ব্যবসায়ীরা জানান, কক্সবাজার শহর ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে ১ লাখ ৮০ হাজার পর্যটকের রাতযাপনের ব্যবস্থা রয়েছে। বর্তমানে হোটেলের কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। ঈদের দিন এই ছাড় উঠে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
টানা ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে বিপুল পর্যটকের সমাগম ঘটবে—বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, ১০ দিনের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মাঠে নামানো হবে।
ঈদুল ফিতরের লম্বা ছুটির পর এবার ঈদুল আজহায়ও ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। লম্বা ছুটি মানে দেশের ভ্রমণপিপাসু নাগরিকেরা ঈদের আনুষ্ঠানিকতা শেষ করে বেড়াতে বের হন। ফলে বরাবরের মতো এবারও বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকেরা ভিড় করবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পর্যটকদের ভিড় সামলানো ও ভ্রমণ নির্বিঘ্ন করতে এর মধ্যে জেলা প্রশাসন ও পর্যটন-সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। পর্যটন-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, দেশের ইতিহাসে ১০ দিনের টানা ছুটির খুব একটা নজির নেই। এ বছর ঈদুল ফিতরে ৯ দিন সরকারি ছুটি ছিল। ঈদুল ফিতরের ওই ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকত ও বিনোদনকেন্দ্রগুলোতে কমপক্ষে ১৩ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। ঈদুল আজহার লম্বা ছুটিতেও দেশ-বিদেশের পর্যটকেরা এখানে ছুটে আসবেন।
পবিত্র ঈদুল আজহা উদ্যাপনে কক্সবাজার জেলা প্রশাসনের উদোগে গতকাল মঙ্গলবার প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় ঈদের ছুটিতে যানবাহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলো যাতে অতিরিক্ত রুম ভাড়া না নেয় এবং রেস্তোরাঁয় খাবারের মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘পবিত্র ঈদুল আজহার ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। পর্যটকেরা ভ্রমণে এসে যাতে হয়রানি ও ভোগান্তির শিকার না হন, তার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবেন।
হোটেল ব্যবসায়ীরা জানান, কক্সবাজার শহর ও আশপাশের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে ১ লাখ ৮০ হাজার পর্যটকের রাতযাপনের ব্যবস্থা রয়েছে। বর্তমানে হোটেলের কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। ঈদের দিন এই ছাড় উঠে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
টানা ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে বিপুল পর্যটকের সমাগম ঘটবে—বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, ১০ দিনের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মাঠে নামানো হবে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৭ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৭ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে