Ajker Patrika

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. বেলাল হোসেন (২৬) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া। 

দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ আলমের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বসুরহাট বাজার দিয়ে চলাচলকারী এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বেলাল। ওই স্কুলছাত্রী গতকাল শনিবার বিষয়টি পরিবারকে জানায়। ওই ছাত্রীর পরিবার তাঁদের এক আত্মীয়কে বিষয়টি জানান। সকালে পুনরায় উত্ত্যক্ত করার সময় ওই আলীসহ স্থানীয়রা তাঁকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান। 

ইউএনও মেজবা উল আলম ভূঁইয়া বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত