Ajker Patrika

সন্দেহজনক ঘোরাঘুরির সময় স্থানীয়দের হাতে আটক ২০ রোহিঙ্গা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৬: ৩৯
সন্দেহজনক ঘোরাঘুরির সময় স্থানীয়দের হাতে আটক ২০ রোহিঙ্গা

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ২০ রোহিঙ্গাকে আটক করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকা থেকে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। 

আটক রোহিঙ্গাদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ১১ শিশু রয়েছে। সোমবার ভোরে গাংচিল বাজারে তাদের ঘুরতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা রোহিঙ্গাদের আটক করেন।

আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে স্থানীয় লোকজন বলছেন, গতকাল রোববার রাতে আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে নৌকায় চড়ে ভাসানচর আশ্রয়ণ থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশে বের হয়। পরে সোমবার ভোরে দালালেরা কৌশলে তাদের গাংচিল ঘাটে নামিয়ে দিয়ে চলে যায়। পরে রোহিঙ্গারা গাংচিল বাজারে এসে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করলে স্থানীয় লোকজন তাদের আটক করেন এবং রোহিঙ্গা সদস্য হিসেবে নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের মধ্যে আটক ২০ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত